Environmental Sciences, asked by sayandipPal, 2 days ago

“ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত”—চাপের ধারণা প্রয়ােগ করে কারণ ব্যাখ্যা করাে। s​

Answers

Answered by qwmagpies
17

ভোঁতা ছুরির ধারের ক্ষেত্রফল বেশি হয় তাই ভোঁতা ছুরি সবজির উপর কম চাপ প্রয়োগ করে ও সবজি কাটা শক্ত হয়।

  • কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় তাকে চাপ বলে। ক্ষেত্রফল যত কম হয় , চাপ তত বেশি হয় এবং ক্ষেত্রফল যত বেশি হয় , চাপ তত কম হয় ।
  • ভোঁতা ছুরির ধারের ক্ষেত্রফল ধারাল ছুরির তুলনায় বেশি হয় তাই ভোঁতা ছুরি সবজির উপর কম চাপ প্রয়োগ করে । তাই কম চাপের জন্য সবজি কাটা শক্ত হয়।
Similar questions