S.I. পদ্ধতিতে বলের পরম একক—
(a) ডাইন।
(b) নিউটন
(c) গ্রাম/ঘনসেমি। (d) কিলােগ্রাম/ঘনমিটার।
Answers
Answered by
1
Explanation:
S.I. পদ্ধতিতে বলের পরম একক — b নিউটন
Answered by
1
S.I. পদ্ধতিতে বলের পরম একক হল নিউটন।
উক্ত প্রশ্নটির উত্তরটিকে সম্পূর্ণভাবে বুঝতে হলে আমাদের S.I. পদ্ধতিতে একক নির্ণয়ের ব্যাপারে জানতে হবে।
এককের S.I. পদ্ধতি :
- বিভিন্ন ভৌত রাশি পরিমাপের জন্য যেসকল একক রয়েছে তার বিভিন্ন পদ্ধতি প্রচলিত রয়েছে। এর মধ্যে সর্বাধিক প্রচলিত এবং সর্বাধিক স্বীকৃত এককের পদ্ধতি হল S.I. পদ্ধতি (যা M.K.S পদ্ধতির সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ)।
- এই S.I. পদ্ধতিতে বিভিন্ন ভৌত রাশির বিভিন্ন একক রয়েছে। এর মধ্যে অন্যতম প্রচলিত একক হল বলের পরম একক নিউটন। (নিউটন = 1 kg⋅m⋅s⁻²)
সুতরাং, আমরা জানতে পারলাম যে বলের পরম একক হল নিউটন।
Similar questions