SCHOOL EDUCATION DEPARTMENT
GOVERNMENT OF WEST BENGAL
।। বাংলার শিক্ষা।
MODEL ACTIVITY TASK
Name of the Student :
Class : VI (Six)
Section :
Roll No.
SUBJECT: পরিবেশ ও বিজ্ঞান
M&&2-৩৫
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখাে-
১। কোনাে রাশির একক বলতে কী বােঝায়?
২। S... একক ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করাে।
একটি মাপনী চোঙ ও একটি তুলাযন্ত্রের সাহায্যে একটি ছােটো পাথরের ঘনত্ব কীভাবে নির্ণয় করবে?
৪। একটি লােহার বলের ব্যাস 10 cm হলে বলটির ওপরের তলের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করাে।
গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করাে।
Answers
Answer:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক সংক্রান্ত সাধারণ নির্দেশিকা
১। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে।
২। প্রয়োজনে অ্যাক্টিভিটি টাস্কগুলি করার আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত অধ্যায়গুলি পাঠ্যপুস্তক থেকে একবার দেখে নেওয়া যেতে পারে।
৩। বিদ্যালয় খুললে অ্যাক্টিভিটি টাস্কগুলি শিক্ষকের কাছে জমা দিতে হবে।
৪। প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষিকা-শিক্ষকদের সহায়তা নিতে পারো।
৫। প্রয়োজনে বিদ্যালয় শিক্ষক মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবর্তন করে ফোন, sms ইমেইল ইত্যাদি মাধ্যমে নিজ স্কুলের শিক্ষার্থীদের পাঠাতে পারেন।
৬। ঘরে বসে খাতায় উত্তর তৈরি করো।
ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে। কোন অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না।
এডুকেশন হেল্পলাইন ( ১৮০০ ১০২ ৮০১৪)
Explanation: