World Languages, asked by lishikamandal94, 1 year ago

science in our daily life in Bengali language essay​

Answers

Answered by bhuvaneshwarsabbani
5

Answer:

the Bengali language edition of Wikipedia, the free online encyclopedia. Launched in January 27, 2004, it surpassed 10,000 articles in October 2006, becoming the second South-Asian language to do so.[1] In 14 June 2019, total article crossed 68,680 articles with 802 active editors per month.[2][3] In 2018, Bengali Wikipedia was viewed about 190 million times from all over the world.[4][5] On an average, the site was viewed over 500 thousand times a day.

Answered by HanitaHImesh
2

•আমাদের এই শতকের বিজ্ঞান তো সংকলিত জিনিসের শুধু, তবু কোথাও তার প্রাণ নেই বলে অর্থময় জ্ঞান নেই আজ এই পৃথিবীতে, জ্ঞানের বিহনে প্রেম নেই - জীবনানন্দ দাশ

প্রাককথন:-

জীবজগতের সবশেষে মানুষের আবির্ভাব ঘটে কিন্তু সকলের পড়ে এসে সকলে আর কে মানুষ এগিয়ে যায় যে হাতিয়ার এর সাহায্যে তা হলো বিজ্ঞান। মানুষের জীবনে বিজ্ঞান চেতনার গুরুত্ব অপরিসীম। বিজ্ঞান বা চৈতন্য মানুষকে একসময় পুরো সুস্থ থেকে ওপরের স্তরে উন্নীত করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞানের ব্যবহারিক দিক :-

চিকিৎসা:-

বিজ্ঞান ও প্রযুক্তির আর এক বিস্ময়কর অবদান রয়েছে চিকিৎসাক্ষেত্রে রোগ নির্ণয়ের জন্য চিকিৎসা ক্ষেত্রে যেসব অত্যাধুনিক যন্ত্র আবিষ্কৃত হয়েছে তা সাধারণ মানুষের কাছে কল্পনাতীত। আজ একমাত্র টেনশন আর এর ছাড়া প্রায় সমস্ত রোগের টিকা আবিষ্কার এর মাধ্যমে অথবা ভ্যাকসিন বা কোনো রকমের ঔষধ তৈরি করার মাধ্যমে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানকে এক অন্য মাত্রায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে।এছাড়াও অত্যন্ত উন্নত চিকিৎসা বিজ্ঞানের দৌলতে যেকোনো অঙ্গের প্রতিস্থাপন সম্ভবপর হয়েছে।

শিল্প:-

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাক্ষেত্রকে আরও উন্নত করে তুলেছে।বিভিন্ন কারখানার যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে শিল্পে আরও উন্নতির প্রসার ঘটেছে এছাড়া ও শিল্প ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি উন্নত বিজ্ঞানের প্রকাশ ঘটায়।

তথ্যপ্রযুক্তি:-

বর্তমানের সকল ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার প্রয়োজনীয় হয়ে পড়েছে তাই তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমাদের জীবনে এসেছে স্বাচ্ছন্দ ও গতিময়তা এছাড়াও কৃষি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাড়ছে উৎপাদন ইন্টারনেটের উচ্চমানের প্রযুক্তিগত কৌশল মানুষের অসাধ্য কাজ অতি দ্রুততার সাথে নির্ভুলভাবে করতে সক্ষম হচ্ছে আমরা আইনি পরামর্শ ও চিকিৎসা ক্ষেত্রে পরিষেবা এবং ব্যবসায়িক লেনদেন এমনকি শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীর প্রয়োজনে বইপড়া ও ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রযুক্তির ব্যবহার আমাদের দৈনন্দিন জীবন ধারাকে করে তুলেছেন আধুনিক থেকে আধুনিকতম।

যোগাযোগ:-

যোগাযোগব্যবস্থায় বিজ্ঞান প্রায় বিপ্লব এনেছে বলা যায় মহাকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহ এক বিস্ময়কর ভূমিকা গ্রহণ করেছে।আজ টেলিফোন মোবাইল ফোন ইন্টারনেট প্রভৃতি বিষয়কে এনে দিয়েছে হাতের মুঠোয় এবং উন্নত রাস্তাঘাট দ্রুতগামী মোটর গাড়ি ট্রেন বিমান সবি বিজ্ঞানের দৌলতে প্রাপ্ত হয়েছে।

বাণিজ্য:-

বিজ্ঞান বাণিজ্য ক্ষেত্রকে আরও উন্নত করে তুলেছে।বিজ্ঞানের সাহায্যে আবিষ্কৃত বিমান জাহাজ ট্রেন প্রভৃতি শব্দ থেকে অন্য রাজ্যে এক দেশ থেকে অন্য দেশে জিনিসপত্র আমদানি রপ্তানি করা সম্ভব হচ্ছে।

শিক্ষা:-

শিক্ষার ক্ষেত্রে ছাপাখানার আবিষ্কার যুগান্তর এনেছেন দুরভাষ এর মাধ্যমে ঘরে বসে দূর-দূরান্তে অজানা তথ্য সম্পর্কে জ্ঞানলাভ করা যায় এমনকি ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে পড়াশোনা করা যাচ্ছে তারপর আছে ক্যালকুলেটর কম্পিউটার অসম্ভবকে সম্ভব করে তুলতে সমর্থ হয়েছে।

অবশেষে বলা যায় বিজ্ঞানের আলোকে আমাদের জীবনের রঙ্গমঞ্চ যত আলোকিত হয়ে উঠবে ততই কুসংস্কারের ভোর ও মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভ্রান্ত ধারণা গুলি দূরীভূত হবে তবে একথাও মনে রাখা উচিত কেবলমাত্র বিজ্ঞান চেতনার দোহাই দিয়ে বহুকাল ধরে চলে আসা নিয়ম-নীতিকে সমূলে উৎপাটন করার যুক্তি ও সব সময় সমর্থনযোগ্য নয় কখনো কখনো যুক্তির অনুসন্ধান করতে হয়। কালের যাত্রা পথে যুক্তির সোপান গুলি ও ক্রমান্বয়ে নিশ্চিহ্ন হয় সেগুলো কি আবিষ্কার করা বিজ্ঞান চেতনার কর্তব্য তাই প্রাসঙ্গিক ও অযৌক্তিকভাবে ধর্মকে আঘাত করাও কিন্তু এক প্রকারের ধর্মান্ধতা।কখনো কখনো তা বিকৃত হয়ে মানব সমাজের কাছে ক্ষতিকর রূপ ধারণ করে তাই সুস্থ যুক্তিবাদীদের আলোকে আমাদের চেতনার উদ্ভব হলে তবে সমাজের প্রগতির পথ প্রশস্ত হবে।

তাইতো আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সাথে গলা মিলিয়ে বলতে ইচ্ছে করে "আলাদিনের আশ্চর্য প্রদীপের মত বিজ্ঞান আজ বিশ্বের মানুষকে প্রভূত শক্তি ও সম্পদের অধিকারী করে তুলেছেন"।

Similar questions