Computer Science, asked by mathda9691, 11 months ago

Sharat utsav essay in bengali

Answers

Answered by suchitrabehera361
0

Sharat utsav is the latest festival in the west Bengal

Answered by Anonymous
0

শারদোৎসব :

__________

• ভূমিকা : কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এবং বাঙ্গালীর এই তেরো পার্বণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্বণ হলো শারোদৎসব বা দুর্গাপুজো।

• বিবরণ : প্রতিবছর শরৎ ঋতু সময়ে অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের আশ্বিন মাসে এবং ইংলিশ ক্যালেন্ডারের সেপ্টেম্বর-অক্টোবর মাসে,সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধুমধামের সাথে শারদোৎসব অথবা দুর্গাপুজো পালন করা হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য এই দুর্গাপূজা প্রায় পাঁচ দিন ধরে (মহাষষ্ঠী থেকে বিজয়াদশমী) পালন করা হয় এবং কলকাতা শহরের দুর্গাপূজো বিশ্ববিখ্যাত।

• উৎসব পালন : এই পুজোর পাঁচদিন বাঙ্গালী নতুন জামা পড়ে মহাসমারোহে দুর্গাপুজো পালন করে থাকে। বর্তমান সময়ে প্যান্ডেল ভ্রমণ থেকে শুরু করে খাওয়া-দাওয়ার জাঁকজমক সবই দুর্গাপুজোর অপরিহার্য অঙ্গ হিসেবে যুক্ত হয়েছে। মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত পুজো চলার পর বিজয়া দশমীর দিনে প্রতিমা নিরঞ্জন এবং সিঁদুর খেলার প্রথা রয়েছে।

• উপসংহার : প্রত্যেকটি বাঙালি আকুলভাবে সারা বছর ধরে দুর্গাপূজার জন্য অপেক্ষা করে থাকে তাই এই দুর্গাপুজো প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে নিশ্চিতভাবে বলা যায়।

Similar questions