World Languages, asked by hridoy12ahmedkansat, 5 months ago

shikkha sofor er oviggota ​

Answers

Answered by Anonymous
6

Answer:

what is it i can't understand at all.......

Answered by payalchatterje
0

Answer:

শিক্ষা সফর এর অভিজ্ঞতা:

শিক্ষা সফর শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ। আমাদের শিক্ষাব্যবস্থা পুঁথির ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ; বইয়ের বিদ্যার বাইরেও আরো অনেক কিছু দেখার ও শেখার আছে। অর্থাৎ, বইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব জ্ঞানও দরকার।

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘প্রত্যক্ষ বস্তুর সহিত সংস্রব ব্যতীত জ্ঞানই বলো, চরিত্রই বলো, নির্জীব ও নিষ্ফল হতে থাকে।’

তখন কেবল মাত্র জেএসসি পরীক্ষা শেষ হল এবং আমরা সবাই মিলে চিন্তা করলাম স্যারদের সাথে দূরে কোথাও ঘুরতে গেলে খুবই ভালো হয়।মাত্রই তো পরীক্ষা শেষ করলাম, আমাদের উপর দিয়ে অনেক ঝড়ঝঞ্ঝাট ও গেল তাই চিন্তা করলাম ভ্রমণের মাধ্যমে নিজেদেরকে একটু সজীব করে তুলি।আমরা সবাই মিলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই ,আমরা ট্রেনে যাওয়ার কথা বলার কারনে আমাদের স্যাররা আমাদের জন্যে আগের দিন রাত্রেই ট্রেনের টিকেট নিয়ে এসেছিল। আমাদের এই যাত্রাপথ রেলপথে ছিল তাই আমরা ভ্রমণটি অনেক উপভোগ করি।বিশেষ করে আমি জানালার পাশে বসে অনেক সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখেছিলাম। সারা পথ আমরা সবাই মিলে অনেক গল্প করি, বন্ধুদের সাথে বগিতে খেলাও করেছিলাম।আমরা ট্রেনে চানাচুর আর বাদামওয়ালা থেকে চানাচুর বাদাম কিনে খেয়েছিলাম যদিও স্যাররা তা বারণ করেছিল কিন্তু আমরা তা শুনিনি।তারপর আমরা দুপুরে দুপুরের খাবারের জন্যে আনা খিচুড়ি দিয়ে দুপুরের খাবার খাই।তারপর আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাই এবং সেখান থেকে আমরা একটি সিএনজি করে কর্ণফুলী বাস স্টেশনে গিয়েছিলাম।তারপর কর্ণফুলী বাস স্টেশন থেকে আমরা কক্সবাজার মুখী বাসে করে আমরা অবশেষে কক্সবাজারে পৌঁছাই।তখন আমরা অনেক ক্লান্ত ছিলাম এবং আমরা সেখানে খুব তাড়াতাড়ি একটি হোটেল বুকিং করে সেখানে উঠে যাই।আমরা সেখানে সন্ধ্যায় পৌঁছে ছিলাম এজন্য রাত্রে আর বাহির হই নি রাত্রে হোটেলে এ অবস্থান করি এবং বিশ্রাম করি।সেদিন খুব ভোরে আমরা সারা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছাই এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর অবলীলাময় এক সৌন্দর্য উপভোগ করি যা এর আগে আমি কখন ও দেখি নাই।সেখানে আনন্দের কোন সীমা ছিল না আমরা সেখানে সাঁতার কাটি গোসল করি ও বিভিন্ন রাইডে অংশগ্রহণ করি।আমরা বন্ধুরা ঘোড়ায় ও ছড়েছিলাম।সেদিন বিকেলে আমরা এখানে ইনানি পার্কে গিয়েছি। সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছিলাম অনেক প্রাণি ও দেখেছি। খোরগোশ, হরিণ ঈগল, এরকম অনেক প্রাণি দেখেছিলাম।তারপর কক্সবাজারে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে কেনাকাটার দোকান, সেখানে স্থানীয় মানুষদের দোকানগুলো অনেক প্রচলিত রয়েছে বার্মিজদের ও অনেক দোকান রয়েছে।আমরা অনেক কেনাকাটা করেছিলাম এবং আমি বাড়িতে বাবা মার জন্যে অনেক জিনিস কিনেছিলাম।শুটকি রপ্তানিও শুটকি কেনাকাটার জন্য এইজায়গা অনেক বিখ্যাত আমার অনেক শুটকির দোকান দেখেছিলাম।শুটকি রপ্তানিও শুটকি কেনাকাটার জন্য এইজায়গা অনেক বিখ্যাত আমার অনেক শুটকির দোকান দেখেছিলাম।পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবেনা এককথায় অসাধারণ। সেখানে আমরা দুদিন রাত্রি যাপন করি ।পরিশেষে আমরা সবাই বাড়ির উদ্দেশ্য রওনা। এই শিক্ষা সফরটি আমার জীবনের সব থেকে বেশী পাওয়া। জীবনে অনেক বাস্তব শিক্ষা এই সফরের মাধ্যমে পাই। আর এই সফরকে শিক্ষারই একটি অনিবার্য অঙ্গ হিসেবে বিবেচনা করতে হবে। তবেই শিক্ষা বাস্তবধর্মী ও অধিক কার্যকরী হবে।

এটি একটি বাংলা প্রশ্ন |

আরও দুটি বাংলা প্রশ্ন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Similar questions