Art, asked by subnadipghosh1994, 5 months ago

ভীষ্মলোচন শর্মা short note in bengali​

Answers

Answered by queen7197
0

Answer:

গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা—

আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লী থেকে বর্মা!

গাইছে ছেড়ে প্রাণের মায়া, গাইছে তেড়ে প্রাণপণ,

ছুটছে লোকে চারদিকেতে ঘুরছে মাথা ভন্‌ভন্‌।

মরছে কত জখম হয়ে করছে কত ছট্‌ফট্‌—

বলছে হেঁকে, “প্রাণটা গেল, গানটা থামাও ঝট্‌পট্‌।”

বাঁধন-ছেঁড়া মহিষ ঘোড়া পথের ধারে চিৎপাত;

ভীষ্মলোচন গাইছে তেড়ে নাইকো তাহে দৃক্‌পাত।

চার পা তুলি জন্তুগুলি পড়্‌‌ছে বেগে মূর্ছায়,

লাঙ্গুল খাড়া পাগল পারা বল্‌‌ছে রেগে, “দূর ছাই”!

জলের প্রাণী অবাক মানি গভীর জলে চুপচাপ্‌,

গাছের বংশ হচ্ছে ধ্বংস পড়ছে দেদার ঝুপ্ ঝাপ্‌।

শূন্য মাঝে ঘূর্ণা লেগে ডিগবাজি খায় পক্ষী,

সবাই হাঁকে, “আর না দাদা, গানটা থামাও লক্ষ্মী।”

গানের দাপে আকাশ কাঁপে দালান ফাটে বিলকুল,

ভীষ্মলোচন গাইছে ভীষণ খোশ্‌‌মেজাজে দিল্‌ খুল্‌।

এক যে ছিল পাগলা ছাগল, এমনি সেটা ওস্তাদ,

গানের তালে শিং বাগিয়ে মারলে গুঁতো পশ্চাৎ।

আর কোথা যায় একটি কথায় গানের মাথায় ডাণ্ডা,

Explanation:

okkk plz Mark me asa brainliest

Answered by sidrakhan34
0

⤴⤴⤴⤴your answer is given above

Attachments:
Similar questions