STP-তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 g/L হলে SI এককে এই ঘনত্বের মান নির্ণয় করাে।
Answers
Answered by
17
প্রদত্ত,
STP-তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 g/L
নির্ণেয়,
গ্যাসের ঘনত্বের প্রদত্ত মানকে SI এককে পরিবর্তিত করা।
সমাধান,
আমরা নিম্নলিখিত গাণিতিক উপায়ে সহজেই প্রদত্ত সমস্যাটির সমাধান করতে পারি।
প্রথমেই আমাদের জানতে হবে, SI সিস্টেমে ঘনত্বের একক কি?
- SI সিস্টেমে ঘনত্বের একক = kg/m³
এবার আমাদের জানতে হবে, প্রদত্ত একক এবং SI এককের মধ্যেকার গাণিতিক যোগসূত্র কি?
- 1 g/L = 1 kg/m³
এবার আমরা সহজেই একক পরিবর্তন করতে পারব।
এখন,
1 g/L = 1 kg/m³
0.0898 g/L = 1 × 0.0898 = 0.0898 kg/m³
(এটিই অন্তিম উত্তর বলে বিবেচ্য হবে)
অতএব, SI এককে ঘনত্বের মান হল 0.0898 kg/m³
Answered by
1
this answer helpful for you
Attachments:
Similar questions