STP তে 2 mol CO, এর আয়তন কত ?
Answers
Answer:
প্রশ্ন:- কোন বিজ্ঞানী সর্বপ্রথম অণুর ধারণা দেন ?
উত্তর:- ইতালীয় বিজ্ঞানী অ্যামিদিও অ্যাভোগাড্রো সর্বপ্রথম অণুর ধারণা দেন ।
প্রশ্ন:- STP তে কোনো গ্যাসের আয়তন কত ?
উত্তর:- STP তে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার ।
প্রশ্ন:- 3.0115×1023 সংখ্যক ইলেকট্রন কত মোল ইলেক্ট্রনের সমান ?
উত্তর:- 6.023×1023 সংখ্যক ইলেকট্রন = 1 মোল ইলেক্ট্রন ।
অতএব 3.0115×1023 সংখ্যক ইলেকট্রন = 3.0115×10236.023×1023 মোল ইলেক্ট্রন । = 0.5 মোল ইলেকট্রন ।
প্রশ্ন:- অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে ? এর মান কত ?
উত্তর:- এক গ্রাম-অণু পরিমাণ যে-কোনো পদার্থে সমান সংখ্যক অণু থাকে । এই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে । অ্যাভোগাড্রো সংখ্যার মান : 6.023 x 1023 ।
প্রশ্ন:- 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত ?
উত্তর:- 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা = 6.023 x 1023 ।
প্রশ্ন:- নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন কত ? (N = 14)
উত্তর:- নাইট্রোজেনের আণবিক গুরুত্ব = 14 x 2 = 28 । নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন = 28 গ্রাম ।
প্রশ্ন:- 12 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা কত ?
উত্তর:- 12 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা = 6.023 x 1023 ।
প্রশ্ন:- 1 গ্রাম-পরমাণু অক্সিজেনে পরমাণুর সংখ্যা কত ?
উত্তর:- 1 গ্রাম-পরমাণু অক্সিজেনে পরমাণুর সংখ্যা = 6.023 x 1023 ।
প্রশ্ন:- মৌলের পারমাণবিকতা বলতে কী বোঝায় ?
উত্তর:- কোনো মৌলের একটি অণু যতগুলি পরমাণু দিয়ে গঠিত সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে ।
প্রশ্ন:- ওজন গ্যাসের পারমাণবিকতা কত ?
উত্তর:- ওজন গ্যাসের (O3) পারমাণবিকতা = 3 ।
প্রশ্ন:- আর্গন গ্যাসের পারমাণবিকতা কত ?
উত্তর:- আর্গন গ্যাসের পারমাণবিকতা = 1 ।
প্রশ্ন:- একটি গ্যাসীয় মৌলের নাম লেখো যার অণু ও পরমাণু সমার্থক ?
উত্তর:- গ্যাসীয় মৌলটির নাম হিলিয়াম । হিলিয়ামের একটি অণুতে একটি মাত্র পরমাণু থাকে ।
Given: STP তে 2 mol CO দেওয়া আছে l
To find: আমাদের এই 2 mol CO এর আয়তন নির্নয় করতে হবে l
Solution:
CO এর রসায়নিক নাম হলো কার্বন মোনোক্সাইড l
এর পারমানবিক ভর হলো 30 I
STP তে 1 mol CO এর আয়তন হলো 22.4 লিটার I
এখন 2 mol CO এর আয়তন নির্নয় করতে হলে 2 ও 22.4 এর গুন করতে হবে ।
2 mol CO এর আয়তন হলো=2×22.4
=44.8
STP তে 2 mol CO, এর আয়তন হলো 44.8 লিটার l