Subject - History
১। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখাে
ক) ভারতের প্রথম সাম্রাজ্যের নাম অ) গুপ্ত সাম্রাজ্য আ) মৌর্য সাম্রাজ্য ই) কুষাণ সাম্রাজ্য
খ) সম্রাট অশােক— অ) খ্রীষ্টান ধর্ম আ) জৈন ধর্ম ই) বৌদ্ধধর্ম গ্রহণ করেন।
গ) আলেকজান্ডার শাসক ছিলেন – অ) গ্রীসের ম্যাসিডনের আ) ভারতের ই) চীনের।
২। শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে বাক্যটি পুনরায় লেখাে ঃ
ক) জৈন ধর্মের মূল উপদেশগুলি
ভাগে সাজানাে হয়েছিল।
খ) বৌদ্ধধর্ম প্রচারের ভাষা ছিল
৩। সংক্ষিপ্ত উত্তর দাও :
ক) কে ‘শিলাদিত্য’ উপাধি নিয়েছিলেন?
খ) হর্ষচরিত কার রচনা?
গ) কণিষ্কের রাজধানীর নাম কি?
৪। দু তিনটি বাক্যে উত্তর দাও :
ক) কোন গুপ্ত সম্রাটকে কেন শকারি বলা হয় ?
Answers
Answer:
language......
Explanation:
I don't understand..
Answer:
মৌর্য্য সাম্রাজ্য (সংস্কৃত: मौर्यसाम्राज्यम्) প্রাচীন ভারতে লৌহ যুগের একটি বিস্তীর্ণ সাম্রাজ্য ছিল। মৌর্য্য রাজবংশ দ্বারা শাসিত এই সাম্রাজ্য ৩২১ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল। ভারতীয় উপমহাদেশের পূর্বদিকে সিন্ধু-গাঙ্গেয় সমতলভূমিতে অবস্থিত মগধকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র।[১][২]
মৌর্য্য সাম্রাজ্য
मौर्यसाम्राज्यम्
খ্রিঃপূঃ 321–খ্রিঃপূঃ 187
মৌর্য্য সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার
মৌর্য্য সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার
রাজধানী
পাটলিপুত্র
প্রচলিত ভাষা
প্রাচীন ভারতীয় ভাষাসমূহ (যেমন মাগধী প্রাকৃত, সংস্কৃত)
ধর্ম
হিন্দু ধর্ম
বৌদ্ধ ধর্ম
জৈন ধর্ম
আজীবিক
সরকার
রাজতন্ত্র
সম্রাট
• খ্রিঃপূঃ ৩২০-২৯৮
চন্দ্রগুপ্ত মৌর্য্য
• খ্রিঃপূঃ ২৯৮-২৭২
বিন্দুসার
• খ্রিঃপূঃ ২৬৮-২৩২
অশোক
• খ্রিঃপূঃ ২৩২-২২৪
দশরথ
• খ্রিঃপূঃ ২২৪-২১৫
সম্প্রতি
• খ্রিঃপূঃ ২১৫-২০২
শালিশুক
• খ্রিঃপূঃ ২০২-১৯৫
দেববর্মণ
• খ্রিঃপূঃ ১৯৫-১৮৭
শতধনবান
• খ্রিঃপূঃ ১৮৭-১৮৫
বৃহদ্রথ
ঐতিহাসিক যুগ
প্রাচীন ইতিহাস
• Established
খ্রিঃপূঃ 321
• বিলুপ্ত
খ্রিঃপূঃ 187