World Languages, asked by deepfearraj9, 1 year ago

Summary of bengali poem abar asibo phire by jibonananda das

Answers

Answered by deepak4250pubg
11

Answer:

I also want the summary of Bengali poem abar asibo phire by jibanananda Das

Answered by HanitaHImesh
44

•আবার আসিব ফিরে কবিতাটির দাঁড়া জীবনানন্দ দাশের গ্রাম বাংলার প্রতি অফুরন্ত প্রেম বা ভালোবাসা প্রকাশ ঘটেছে। তিনি ফিরে আসতে চেয়েছেন তার প্রাণপ্রিয় গ্রামীণ ধার দিয়ে বয়ে চলা ধানসিঁড়ি নদীর তীরে ফিরে আসতে চেয়েছেন। তিনি ফিরে আসতে চাইছেন মানুষের বেশে নয়, ফিরে আসতে চেয়েছেন শঙ্খচিল কিংবা শালিকের বেশে কিংবা ভোরের কাক হয়ে। ফিরে পেতে চেয়েছেন প্রাণপ্রিয় কাঁঠাল গাছের ছায়া গুলিকে। জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার করুণ ডাঙ্গায় ফিরে আসতে চেয়েছেন, এছাড়াও ফিরে আসতে চেয়েছেন বাংলার নদী মাঠ ঘাট ক্ষেত গুলির কাছে।

সন্ধ্যার বাতাস , শিমুলের ডালে লক্ষ্মী পেঁচার ডাক তাকে ভীষণ ভাবে তার গ্রামের কথা তার গ্রামবাংলার কথা মনে করায়। রূপসার ঘোলা জল, কিশোরের সাদা ছেঁড়া পালের ডিঙ্গা ,আকাশের বুকে সাদা বক এইসবের ভিড়ে কবি জীবনানন্দ দাশ ফিরে আসতে চেয়েছেন তার তথাকথিত জীবন থেকে বেরিয়ে।

Similar questions