Computer Science, asked by anulekshmi1811, 10 months ago

Summary of the poem mrityunjoy in Bengali

Answers

Answered by OfficialAditya
0

Answer:

This is not computer Application

Answered by Anonymous
5

মৃত্যুঞ্জয় কবিতার সারাংশ হলো -

• মৃত্যুঞ্জয় কবিতার রচয়িতা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই কবিতাটি তিনি রচনা করেছিলেন তার জীবনের শেষকালে।

• ছোট থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন নিকটস্থ আত্মীয়-পরিজনদের মৃত্যুর ঘটনাকে চাক্ষুষ করে গেছিলেন। এর মধ্যে অন্যতম হলো তার প্রিয় কাদম্বরী দেবীর মৃত্যু।

• নিজের চোখের সামনে ছোটবেলা থেকে এত মৃত্যু পরিদর্শন করার পর,তার নিজের জীবনের শেষকাল যখন উপস্থিত হয়,তখন মৃত্যুর প্রতি যে স্বাভাবিক ভীতি মানুষের মধ্যে কাজ করে তাকে তিনি কাটিয়ে উঠতে পেরেছিলেন।

• মৃত্যু যে কেবল অন্য একটি জীবনযাত্রার শুরুমাত্র তা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন তাঁর জীবনকালে।

• সেই মৃত্যুর ভীতিকে কাটিয়ে উঠে, মৃত্যুর মুখোমুখি অসীম সাহসিকতায় বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেই কথাই বর্ণনা করেছিলেন তার মৃত্যুঞ্জয় নামক কবিতাটিতে।

Similar questions