পৃথিবী নিজের ক্ষের চারদিকে আবর্তিত না হলে কী ঘটনা ঘটবে?
tar Uttar chai
Answers
Answered by
3
যদি পৃথিবীটি তার অক্ষকে ঘুরিয়ে দেওয়া বন্ধ করে দেয় তবে ধীরে ধীরে সমুদ্রগুলি নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুগুলির দিকে সরে যেতে থাকবে। প্রথমদিকে, নিরক্ষীয় অঞ্চলের চারপাশে কেবলমাত্র টেরা ফার্মার ক্ষুদ্র অঞ্চলগুলি পশ্চাদপসরণকারী জলের মধ্য দিয়ে উঠতে পারে।
প্লাজ আমাকে ব্রেনলিস্ট হিসাবে চিহ্নিত করুন.
Answered by
12
Answer:
______________________
পৃথিবীর গতিবেগ থেমে যাওয়ার কারনে, এসময় পুরো পৃথিবীর বায়ুমন্ডল
প্রচন্ড গতিবেগের সাথে সম্পূর্ণ পৃথিবী পর্যায়ক্রমে ঘুরতে থাকবে।
পৃথিবীর এই অ্যাটমোসফিয়ার এত জোরে ঘুরবে যে পৃথিবীতে সেসময় প্রচন্ড গতিতে
বাতাস প্রবাহিত হবে। আর বাতাসের সাথে সাথে কিছুক্ষন পরপর আবহাওয়ার পরিবর্তন ঘটবে
ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হবে ভয়ানক ধুলোর মেঘ জমা।
যা শুরু করবে প্রচন্ড ঝড় এবং বজ্রপাত। সেই বজ্রপাতের ফলে প্রচন্ড বিদ্যুতায়নের সৃষ্টি হবে।
এর সাথে সাথে, হঠাৎ করে পৃথিবী থেমে যাওয়ায় প্রচন্ড ধাক্কার কারনে
বাতাসে যে বিশাল ঢেউ বা শকওয়েভের সৃষ্টি হবে,
তা পারমানবিক বোমা বিস্ফোরনের শকওয়েভের চাইতে বহুগুন ভারী।
______________________
Similar questions