English, asked by ziaulhoque, 1 year ago

tense শেখার উপায় কিএবং নিয়ম

Answers

Answered by pk515494
2

Answer:

What are the rules and rules of learning

Answered by rachit20037
2

Answer:

Tense শেখার পূর্বে আমাদের Parts of speech, number & person সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকতে হবে।

*** স্পেশালি verb, subject, object সম্পর্কেও স্বচ্ছ ধারনা থাকতে হবে ।নিচে একটু চোখ বুলিয়ে নিন [যদিও এগুলো সকলেই জানেন]

*** be verb- am, is, are, was, were.

*** have verb- have, has, had.

*** modal verb – can, could, may, might, must, shall, should, will, would etc.

এখন মূল টপিকে আসি ।

Tense শব্দটি ল্যাটিন শব্দ “Tempus” থেকে উৎপন্ন যার অর্থ হলো সময়। আর verb মানে হলো কাজ ।

তাই tense মানে হলো কাজ করার সময় । অর্থ্যাৎ কাজটি কখন করা হয়েছে বা হচ্ছে বা হবে ।

আমরা সকলেই জানি tense মোট ১২ প্রকার । এবার আমরা এ ১২টি tense কে ৪ টি গ্রুপে লিখে ফেলি—

১. ক) Present Indefinite / Simple Present tense

    খ) Past Indefinite / Simple past tense

    গ)Future Indefinite tense .

২. ক) Present Continuous Tense

    খ) Past Continuous Tense

    গ) Future Continuous Tense

৩. ক) Present Perfect tense

     খ) Past Perfect tense

     গ) Future Perfect tense

৪.  ক) Present Perfect Continuous tense

      খ) Past Perfect Continuous tense

      গ) Future perfect continuous tense.

ভাগ করা শেষ । এবার আমরা ৩টি tense একসাথে শিখবো । সেগুলো হলো:

১. Present Indefinite tense

২.Past Indefinite tense

৩.Future Indefinite Tense

এখন আমরা আগে জানবো কোন কাজগুলো কোন tense এ ফেলব । একটু দেখি —

Present Indefinite tense: যে কাজ গুলো বর্তমানে করা হয়, যে কাজ গুলো চিরন্তন সত্য এবং যে কাজগুলো অভ্যাসবসত করা হয় ওগুলো এই tense এ করতে হয় ।

Past Indefinite tense: অতীতে কোন কাজ সাধারনভাবে করা হয়েছিল বা ঘটেছিল বোঝালে এ tense হয় ।

Future Indefinite Tense: যে কাজ এখনো করা হয়নি কিন্তু ভবিষ্যতে করা হবে সে কাজগুলো এ tense এ হয় ।

**** আমরা সবাই জানি একটা ইংরেজি বাক্যের গঠন — S + V +O কখনো সখনো sub উহ্য থাকে । এবার আমরা এ তিনটি tense এ গঠন একসাথে শিখবো । উপরোক্ত তিনটি tense এর ——

Sub + V1/V2/(will/shall+)V1+ Obj

এখানে V1 = verb er present form

V2 = verb er past form

V3 = verb er past participle form.

তাহলে এবার যদি আমরা tense গুলোকে আলাদাভাবে লেখি তবে পাবো–

Present Indefinite Tense – S+ V1 + O

Past Indefinite tense – S+ V2 +O

Future Indefinite tense – S+ shall/will+V1 +O.

এবার উদাহরণ দিয়ে দেখি —

He goes to college.

He went to college.

He will go to college.

[Present tense এ go +es হয়েছে Sub 3rd person singular number এর কারণে।এবার বই খুলুন । অনেক উদাহরণ দেয়া আছে প্রাকটিস করুন , সব পারবেন ।

পরের পর্বে আমরা শিখবঃ- 

-Present Continuous Tense

-Past Continuous Tense

-Future Continuous tense

Similar questions
Math, 1 year ago