কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়না?
Answers
আলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরঃ এই অধ্যায়ে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ভৌতবিজ্ঞান ও পরিবেশ বিষয়ের আলো অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। আশা করি আলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি ছাত্র ছাত্রীদের খুব কাজে আসবে। পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এর আগের পোষ্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে চাইলে দেখে নিত পারো।
আলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
কোনাে পেন্সিল কে আংশিকভাবে জলে ডােবালে কেমন দেখায় ?
উত্তর:- আলোর প্রতিসরণের জন্য পেন্সিল বেঁকে গেছে বলে মনে হয়।
কোনাে বইয়ের লেখা গুলো কিভাবে একটু চোখের কাছে এনে পড়া যায় ?
উত্তর:- একটি মােটা কাচের স্ল্যাব লেখাগুলির ওপর রাখলে প্রতিসরণের জন্য লেখাগুলি ওপরে উঠে আসবে।
Answer:
চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায় এবং স্পর্শ ৩. ... প্রতিবিম্ব ঃ কোন বিন্দু থেকে নিঃসৃত ... পর্দার উপরও ফেলা যায় না।
Explanation:
ʜᴏᴘᴇ ᴛᴊɪs ʜᴇʟᴘs ʏᴏᴜ ᴅᴇᴀʀ