दी गई पंक्तियों को एक लघु कथा का रूप दीजिए आज शाम से मैंने अपनी छत पर गुलेल और कुछ हम कर इकट्ठा कर लिए रख लिए कल सुबह सूरज निकलने के पहले वह फूल तोड़ने आएगा तो उसके सर पर में पत्थर मारूंगा
Answers
Answer:
মনে করুন আপনি একটি শার্ট কিনবেন। বন্ধুকে সাথে নিয়ে গেলেন শার্ট কেনার জন্য। কয়েকটা শার্ট দেখার পরে আপনি একটা শার্ট পছন্দ করলেন। কিন্তু বন্ধু পছন্দ করল অন্য একটি শার্ট। লাল টকটকে শার্ট। বন্ধুর বেশ পছন্দ হলেও শার্টটা আপনার একদম পছন্দ হলো না। আপনি শার্টটা কিনবেন না কিন্তু বন্ধু জোড় জবরদস্তি করে সেই শার্টটা আপনাকে কেনাবেই। একসময় একপ্রকার বাধ্য হয়ে আপনি শার্টটা কিনলেন। বাসায় নিয়ে আসলেন। শার্টটা গায়ে দিলেন। পরিবারের লোকজন বলল, শার্টটা আপনাকে মানিয়েছে। অথচ আয়নার সামনে দাঁড়িয়ে আপনার নিজের কাছে ভালো লাগছে না।
এরপর আপনি বেশ কয়েকবার শার্টটি গায়ে দিয়েছেন। অনিচ্ছা সত্বেও গায়ে দিয়েছেন। টাকা খরচ করে কিনেছেন বলে ফেলে দিতে বিবেকে বাঁধা দিচ্ছে। শার্টটা গায়ে দিলেই একটা বিরক্তিবোধ কাজ করবে তাই না?
শার্টটার মতোই হলো একতরফা ভালো লাগা। আপনার কাউকে ভালো লেগেছে কিন্তু সেই মানুষটা আপনাকে সেভাবে পছন্দ করেননি যেভাবে আপনি তাকে পছন্দ করেছেন। আপনি সেই মানুষটার পেছন পেছন ঘুরাঘুরি করা শুরু করলেন। তার প্রতি নিজের আবেগ দেখাতে শুরু করলেন। মাঝে মাঝে ইমোশনাল ব্লাকমেইল করা শুরু করলেন। হয়তো একটা সময় ওই মানুষটার একপ্রকার ইচ্ছার বিরুদ্ধেই আপনারা একটা সম্পর্কে জড়ালেন। সেই মানুষটার কাছে আপনার মূল্য থাকবে ওই শার্টটার মতোই।
ভালোলাগা, আবেগ, আকর্ষণগুলো দুদিক থেকেই প্রায় সমান হতে হয়। তবেই একটা সম্পর্ক বাইরে থেকে ভেতর থেকে সুন্দর হয়। স্থায়ী হয়।
কাউকে পছন্দ হলে জোর করে কারো ঘাড়ে ঝুলে পড়ার চেষ্টা করবেন না।।
.
লেখায়ঃ MD Noor Islam
#ফ্যানপোস্ট
#লিখালিখি
Posted by-Sadiya afrin