the had demotished all the building convect to passive form
Answers
Answer:
Ok
Explanation:
Kya isko ho gaya, naa jaane kya hua'অভাগা সঙ্গী' পাঠ্যাংশে লেখক যশোদার কুকুর কে অভাগা সঙ্গী বলেছেন। যশোদার মৃতুর পর তার ঘর আগলে রেখেছিল তার পোষা কুকুর। এবং সে ভাবতো যে একদিন যশোদা ঠিক ফিরে আসবে। তাই লেখক তাকে অভাগা সঙ্গী বলে মনে করেছেন।খোকন গঙ্গার ধারে সূর্যাস্ত দেখছিল তার সাথে রংয়ের আনাগোনা দেখছিল কিন্তু হঠাৎ অন্ধকার হয়ে যাওয়ার পর রং চলে যায়। এই কথার উত্তর যখন তার দাদুর কাছে জানতে চাইলো তখন তার দাদু বললেন যে পৃথিবীর সর্বত্র রং ছড়িয়ে পড়ে মায়ের মুখে বাবার ভালোবাসা প্রজাপতির ডানায় ফুলের রং এরং ত্যাগে স্নেহে সর্বত সেই রঙে পৃথিবী আরো রঙিন হয়ে ওঠে।'অভাগা সঙ্গী' পাঠ্যাংশে লেখক যশোদার কুকুর কে অভাগা সঙ্গী বলেছেন। যশোদার মৃতুর পর তার ঘর আগলে রেখেছিল তার পোষা কুকুর। এবং সে ভাবতো যে একদিন যশোদা ঠিক ফিরে আসবে। তাই লেখক তাকে অভাগা সঙ্গী বলে মনে করেছেন।খোকন গঙ্গার ধারে সূর্যাস্ত দেখছিল তার সাথে রংয়ের আনাগোনা দেখছিল কিন্তু হঠাৎ অন্ধকার হয়ে যাওয়ার পর রং চলে যায়। এই কথার উত্তর যখন তার দাদুর কাছে জানতে চাইলো তখন তার দাদু বললেন যে পৃথিবীর সর্বত্র রং ছড়িয়ে পড়ে মায়ের মুখে বাবার ভালোবাসা প্রজাপতির ডানায় ফুলের রং এরং ত্যাগে স্নেহে সর্বত সেই রঙে পৃথিবী আরো রঙিন হয়ে ওঠে।
Answer:
All the building had been demotished by them.