বোন এই প্রশ্নটি আপনার জন্য
those who don't know the answer don't answer
Answers
Answered by
6
Answer:
বোন এই প্রশ্নটি আপনার জন্য
ফোন করে কথা বলার মধ্যে আমি বিশেষকোন ভালোবাসা খুঁজে পাচ্ছিনা। এবার, আপনি চাইলে আপনার প্রেমিক / প্রেমিকাকে আপনার দৈনন্দিন আপডেট ইচ্ছে হলে জানাতে পারেন বা নাও জানাতে পারেন। আমার মতে, আপনি বারবার সবকিছু জানাবেন - এই অভ্যাসটাও খারাপ। আপনি তার ব্যক্তিগত স্পেসকে কোননা কোনভাবে নষ্ট করতেছেন।
আমার মতে, যতসম্ভব পরিমিত কথা বলা উচিত। এতে, সুসম্পর্ক বজায় থাকে; অবশ্যই উভয়কে ম্যাচিউর হতে হবে৷ এক- অপরের সময়, পরিস্থিতি বিবেচনা করার প্রবৃত্তি থাকতে হবে।
টপিক খুঁজে না পাওয়াটা স্বাভাবিক ; বরং, খুব বেশি কথা বলা অস্বাভাবিক৷ এটা, মানসিক সমস্যার লক্ষন ও বলতে পারেন। কোন কিছুরই অতিরিক্ত ভালোনা।
Explanation:
I don't know this language so I am not sure that the ans is correct or not :)
Similar questions