Tomar priyo utsav rachana in bengali and 3 paragraphs
Answers
আমার প্রিয় উৎসব :
________________
• ভূমিকা : কথায় আছে বাংলা বারো মাসে তেরো পার্বণ। সম্পূর্ণ বাঙালি জাতি এই তেরো পার্বণের আনন্দে সামিল হয়ে সারা বছর মেতে থাকে। সেরকমই আমার প্রিয় উৎসব হলো দুর্গাপুজো।
• বিবরণ : বাঙালি বছরের সবথেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা অথবা শারদোৎসব। অন্ততপক্ষে পাঁচদিনের বেশি দিন ধরে চলা এই উৎসব আমার মতোন প্রায় প্রত্যেক বাঙালি সবথেকে প্রিয় উৎসব। আশ্বিনমাসের শরত ঋতুতে অনুষ্ঠিত হয় এবং দেবী দুর্গাকে সাড়ম্বরে আরাধনা করা হয়।
• উৎসব পালন : দুর্গাপূজার সময় আট থেকে আশি সব বয়সের মানুষ দুর্গাপূজার পাঁচ দিনকে উপভোগ করে। এই সময় সবাই কেনে নতুন জামা কাপড় এবং সেই নতুন জামা-কাপড় পরে সকলে প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দর্শন করার জন্য পুজোর পাঁচটা দিন ঘুরে বেড়ায়।এছাড়া ঢাকের আওয়াজ ধুনুচি নাচ কাঁসরঘন্টা ইত্যাদিও দুর্গাপুজোর এক অপরিহার্য অংশ।
• উপসংহার : আমার মতন সমস্ত বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা এবং তাই আমাদের সকলের উচিত আমাদের প্রিয় উৎসবকে উৎসাহের সাথে প্রতি বছর পালন করা।