Torit lepon কাকে বলে?
Answers
Answered by
2
google, এ search করো পেয়ে যাবে।
Answered by
0
তড়িৎ লেপন বা electroplating একটি প্রক্রিয়া
যার দ্বারা অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু বা ধাতুসংকরের তৈরি বস্তুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু, যেমন- সোনা, রুপা, নিকেল ইত্যাদির প্রলেপ দেওয়া হয়।
- এই প্রক্রিয়া তড়িৎ বিশ্লেষণ এর মাধ্যমে সম্পন্ন করা হয়।
পদ্ধতিঃ
- যার উপর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়।
- যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়।
- যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তার জলে দ্রাব্য লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়।
উদাহরণঃ
Galvanization এক প্রকার তড়িৎ লেপন।
Similar questions
Science,
5 months ago
Science,
5 months ago
English,
5 months ago
Biology,
10 months ago
Social Sciences,
1 year ago