Translate into English :
আজ সন্ধ্যেয় বৃষ্টি হলেও হতে পারে। 2. তিনি এতক্ষণে স্টেশনে পৌছে থাকবেন। 3. ভগবান তােমাকে রক্ষা করুন।
4. বিলু আজ রাতে বাড়ি নাও ফিরতে পারে। 5. আমার গাড়িটা তুমি ব্যবহার করতে পার। 6. ইচ্ছা করলে সে আমার সঙ্গে
দেখা করতে পারত। 7. তােমার ইচ্ছা হলে আমাকে সাহায্য করতে পার। 8. তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন।
9. শিক্ষক মহাশয়কে মান্য করা আমাদের কর্তব্য। 10. সন্ধ্যার আগে তােমার ফিরে আসা উচিত ছিল। 11. ভগবান করুন
যেন তুমি অচিরেই বিপদ থেকে মুক্ত হও। 12. তার কাছে অভিজিতের জন্য একটু বলতে (put in a word) পারেন কি?
13. কয়েকদিনের জন্য তােমার গাড়িটি ধার দিলে আমি খুশি হব। 14. মিথ্যে কথা বােল না। 15, আমরা কাজটি করবই
করব। 16. তুমি অবশ্যই তােমার কর্তব্য পালন করবে। 17. তােমরা নিশ্চয়ই রাষ্ট্রপতিকে দেখে থাকবে।
18. আপাততঃ বিমলের কোনও সাহায্যের দরকার নেই। 19. তিনি আমাকে প্রয়ােজনের অতিরিক্ত দিয়েছিলেন। 20. আজ
কলকাতায় যাবার প্রয়ােজন নেই। 21. ভারতে আজ শিক্ষার প্রসারের প্রয়ােজন। 22. আমি সাহস করে বলছি যে আমি
নির্দোষ। 23. কেউই কর্ণকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করল না। 24. কিভাবে তুমি আমার আদেশ অমান্য করতে সাহস করলে ?
25. চিনু তার বাবার কাছে যেতে সাহস করল না।
Answers
Answered by
0
Explanation:
1.It may rain this evening.
2. He will have reached the station by now.
3.God bless you.
4.Bilu may not return home tonight.
5. You may use my car.
6.if he may,to meet me.
7.
Similar questions
English,
6 months ago
History,
6 months ago
Biology,
6 months ago
Environmental Sciences,
1 year ago
English,
1 year ago