বন্ধুর জন্মদিন অনুপস্থিত থাকার জানিয়ে পএ লেখ।
Type The Answer in bengali..
(Letter) - (পএ)
Plz give
Answers
Answer:
তোমার
ঠিকানা
১২ সেপ্টেম্বর, ২০২০
প্রিয় মৌমিতা,
আশা করি তুমি ভালো আছো।কাকা কাকিমাকে আমি প্রণাম জানাই। আমিও ভালোই আছি। তুমি নিশ্চয় আমার ওপর রাগ করে আছো কারণ গত ৮ সেপ্টেম্বর তোমার জন্মদিনের অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারিনি।ক্ষমা চাইছি কারণ তুমিতো জানোই এখন কি পরিস্থিতি চলছে। আশা করি তুমি সুস্থ রয়েছো কারণ আমার কিছু দিন আগেই প্রচন্ড জ্বর এসেছিল।ভেবেছিলাম আমি হয়তো করোনা পজিটিভ কিন্তু তোমার জন্মদিনের পরেরদিন আমার কোভিড টেস্টের রিপোর্ট আসে এবং আমি খুব খুশি কারণ আমি কোভিড নেগেটিভ।আশা করি বুঝতেই পারছো আমি কোভিড রিপোর্ট না আসা পর্যন্ত তোমার জন্মদিনে উপস্থিত থাকতে পারবো না। সেই জন্যই আমি তোমার জন্মদিনে অনুপস্থিত ছিলাম।
আজকের মতো এই পর্যন্তই আমি উত্তরের অপেক্ষায় থাকবো।
ইতি,
তোমার নাম
বন্ধুর ঠিকানা