Math, asked by dipahaldre, 4 months ago

| UIU যার দাম কত?
7
১।
এক প্যাকেট বিস্কুটের দাম ২ ৫০ পয়সা হলে ৪ প্যাকেট বিস্কুটের দাম
• একটি গামছার দাম ৯ টাকা ৫০ পয়সা হলে এরূপ ১৫টি গামছার দাম
৮ ৯টি সমান দামের জামার দাম ৯০ টাকা ৯০ পয়সা হলে একটি জামার
৭। সমান দামের ৬টি থান কাপড়ের দাম ৩২৭ টাকা ২৪ পয়সা। এক ।
এক ডজন কমলালেবুর দাম ৩০ টাকা হলে একটির দাম কত?
১৫টি খাতার দাম ৩০ টাকা হলে, এরূপ ৬টি খাতার দাম কত হবে?
১০। ৩২৮ টাকা ২০ পয়সা তিন জনের মধ্যে সমান ভাগ করে দিলে এ
পাবে?
১১। ১০ জন শ্রমিকের একদিনের মজুরি ২২৫ টাকা ৮০ পয়সা হলে, ৮ ও​

Answers

Answered by AbhilabhChinchane
0

Answer:

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১৯ আগস্ট : বাড়তে পারে রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম, এমনই ইঙ্গিত রেল কর্তৃপক্ষের। করোনা আবহে প্ল্যাটফর্মে মানুষের অনাবশ্যক ভিড় কমানোর জন্যই এই টিকিটের দাম বাড়ানো হয়েছে বলে “স্পোক্সপার্সন রেলওয়েস” এর তরফ থেকে জানানো হয়েছে। আজ “স্পোক্সপার্সন রেলওয়েস” এর তরফ থেকে টুইট করে বলা হয় যে, অনাবশ্যক ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত।

দ্য বেঙ্গল পোস্ট

দ্বিগবিজয় সিং এর টুইট :

মুম্বাই, ভাদোদরা, রাজকোট, আহমেদাবাদ, রতলাম এবং ভবনগর এই ৬ টি জায়গায় আপাতত রেলওয়ের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে করা হয়েছে ৫০ টাকা। আর এই খবরেই আজ মঙ্গলবার ১৮ আগস্ট নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং টুইট করে বিজেপি সরকারকে বিঁধলেন, তিনি লিখেছেন, “কংগ্রেসের রাজত্বে প্ল্যাটফর্ম টিকিট ছিল ৩ টাকা, বাজপার(বিজেপি) আমলে ৫০ টাকা হয়েছে! জয় সিয়ারাম!”

Similar questions