বিবরধক কাচ হিসাবে উত্তল লেনস কোথায় কোথায় use হয়
Answers
Answer:
চারিদিকের লোকজনের সময় ছাত্রছাত্রীরা বাড়ির মধ্যেই থেকে সরকারকে যেভাবে সহযোগিতা করছে তার জন্য ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবক তথা শিক্ষকদেরও জানাই অসংখ্য ধন্যবাদ।আমরা এই সিরিজে ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই বিভিন্ন বিষয়ের মডেল অ্যাক্টিভিটির প্রশ্নোত্তর নিয়ে এসেছি।যে প্রশ্নগুলো ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছে তার উত্তর আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি।
Explanation:
PV=nRT
∴ R = PV / nT
∴ [ R ] = [ ML-1 T-2 L3 / mol.K ]
= ML2T-2 / mol.K = কার্য / মোল × উষ্ণতা
∴ CGS পদ্ধতিতে R এর একক হবে আর্গ মোল-1 কেলভিন -1
∴ SI পদ্ধতিতে R এর একক হবে জুল মোল-1 কেলভিন -1
HOPE YOU GOT YOUR ANSWER
MARK ME AS BRAINLIST
Answer:
বিবর্ধক কাচ হলো এক প্রকার উত্তল লেন্স, যেটি কোনো বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। কোনো একটি ফ্রেম বা ভিত্তিকাঠামোর সঙ্গে হ্যান্ডল বা হাত যুক্ত করে তার উপর লেন্সটি রাখা হয়। আলোকরশ্মির কেন্দ্রীভূতকরণে বিবর্ধক লেন্স ব্যবহার করা হয়। অনেক সময় আগুন ধরানোর জন্য সৌররশ্মিগুলোকে বিবর্ধক কাচে কেন্দ্রীভূত করা হয়।
mark me as brainlist