Science, asked by modhurimi51, 4 months ago

(v) জোড়কলম কাকে বলে? উদাহরণ দাও।​

Answers

Answered by pranabbanerjee124
17

Answer:

জোড়কলম শব্দ হচ্ছে একাধিক শব্দের বিভিন্ন রুপমুল জুড়ে তৈরি এক নতুন রুপমুলের শব্দ ।

উদাহরণ: ধোঁয়া+কুয়াশা = ধোঁয়াশা।

Answered by Manjula29
5

বাংলা ভাষায় শব্দ গঠনের নানা রুপ পদ্ধতি অনুসরন করা হয় আর এর জন্য কোন প্রথাগত নিয়ম অনুসরন করতে হয় না, সুবিধা মতো যে কোন দুটি শব্দ এর অংশ ক যুক্ত করে দিয়েই নতুন শব্দ গঠন করা যায় ।

ঠিক তেমনই যখন একটি শব্দ বা শব্দাংশের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয়, তখন তাকে বলে জোড়কলম শব্দ।

উদাহরণ:-

  1. ধোঁয়া + কুয়াশা = ধোঁয়াশা,
  2. মিন্নৎ + বিনতি = মিনতি
  3. হাতি + আমি = হাতিমি,
  4. বক + কছছপ=  বকচ্ছপ,
  5. সিংহ + হরিন =  সিংহরিণ,

Similar questions