Environmental Sciences, asked by adak4178, 17 days ago

(v) ভারতে পাওয়া যায় এমন উদ্ভিদ প্রজাতির আনুমানিক সংখ্যা হল
(a) 30,000 (b) 35,000 (c) 40,000 (d) 45,000
(vi) কোন একটি নির্দিষ্ট ক্ষুদ্র অঞ্চলে উপস্থিত বিভিন্ন ধরনের জীবের বৈচিত্র্যকে বলে-
(a) আলফা বৈচিত্র্য (b) বিটা বৈচিত্র্য (c) গামা বৈচিত্র্য (d) প্রজাতি প্রাচুর্য।
(vii) ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে না -
(a) চিড়িয়াখানা (b) জাতীয় উদ্যান (c) অভয়ারণ্য (d) গেম রিজার্ভ।
(viii) যে প্রজাতিটি গত 50 বছরে নির্দিষ্ট ভাবে দেখা যায়নি তাকে বলে –
(a) লুপ্ত (b) বিরল (c) বিপন্ন প্রজাতি (d) বিপদগ্রস্থ প্রজাতি।
(ix) TRAFFIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(a) সুইজারল্যান্ডে (b) আমেরিকায় (c) লস অ্যাঞ্জেলেস এ (d) ব্রিটেনে।
(x) সুস্থায়ী উন্নয়ন তিনটি ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের ওপর নির্ভর করে, যথা –
(a) জাতি, ধর্ম ও বর্ণ (b) অর্থনীতি, গােষ্ঠী ও বাস্তুতন্ত্র
(c) গােষ্ঠী, সংস্কৃতি ও অর্থনীতি (d) রাজনীতি, গােষ্ঠী ও অর্থনীতি।​

Answers

Answered by sncool28
0

Answer:

(v) 45,000

(vi) আলফা বৈচিত্র্য

(vii) চিড়িয়াখানা

(viii)

(ix) ব্রিটেন

(x) অর্থনীতি, গোষ্ঠী ও বাস্ততন্ত্র

Similar questions