(v) কোনাে বস্তুতে বল প্রয়ােগ করা হলেও কী কী অবস্থায় কোনাে কার্য হয় না?
(vi) একটি পাম্পের ক্ষমতা 750 W – কথাটির অর্থ কী?
আঘাত করা ।
Answers
Answered by
3
(v) কোনাে বস্তুতে বল প্রয়ােগ করা হলেও কী কী অবস্থায় কোনাে কার্য হয় না ?
ans : বল প্রয়োগ করা সত্ত্বেও বেশ কিছু ক্ষেত্রে কার্য হয় না | যথা :–
- প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের বিপরীত দিকে হলে কৃতকার্য ঋণাত্মক হয় | অর্থাৎ, কার্য হয় না | [ যেমন – কোনো বস্তুকে নীচ থেকে ওপরে তুললে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য হয় | ]
- কার্যহীন বলের ক্ষেত্রে বল প্রয়োগ করা হলেও কার্য হয় না | অর্থাৎ, বলের প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখে লম্ব ভাবে হলে কার্য হয় না | [ যেমন – একটি পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের আকর্ষণ বল দ্বারা ইলেক্ট্রন গুলি সেই বলের অভিমুখে লম্ব ভাবে পরমাণুর মধ্যে আবর্তিত হয় | অর্থাৎ, নিউক্লিয়াসের আকর্ষণ বলটি হল কার্যহীন বল | ]
- বল প্রয়োগ করা সত্ত্বেও বলের প্রয়োগ বিন্দুর সরণ না হলে, কৃতকার্য শূণ্য হয় | [ যেমন – একটি ভারী বস্তুতে বল প্রয়োগ করেও সেটিকে সরাতে না পারলে, প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য শূন্য হয় | ]
(vi) একটি পাম্পের ক্ষমতা 750 W – কথাটির অর্থ কী ?
ans : ' একটি পাম্পের ক্ষমতা 750 W ' – কথাটির অর্থ হল ওই পাম্পটি এক সেকেন্ডে 750 J কার্য করতে পারবে | ]
please mark me brainlist
Answered by
1
Answer:
বলের প্রয়োগ বিন্দু সরণ না হলে প্রযুক্ত বলদ্বারা কোন কার্য করা হয় না । অর্থাৎ সরণ (S) = 0 হলে কৃতকার্য (W) = 0 হবে । 2. কার্যহীনবল : অনেক সময় বল প্রয়োগের ফলে বস্তুটির সরণ হলেও ওই বল কোন কার্য করে না ।
Explanation:
Please mark me as brain list
Similar questions