Accountancy, asked by ratnadeep084, 27 days ago

(vii) কোন ক্ষেত্রে ফুরনভিত্তিক মজুরি প্রদান বেশি লাভদায়ক?​

Answers

Answered by VighneshShelke05
0

Answer:

স্বাভাবিক পণ্য উৎপাদন ও পুঁজিবাদী পণ্য উৎপাদনের মূল পার্থক্য হল— স্বাভাবিক পণ্য উৎপাদনের মূল প্রেরণা ‘ভোগ’ এবং পুঁজিবাদী পণ্য উৎপাদনের মূল প্রেরণা ‘মুনাফা’৷

স্বাভাবিক পণ্য উৎপাদনের যুগে নিজস্ব উৎপাদনের উপাদানের উপর উৎপাদনকারী বা তার নিযুক্ত ব্যক্তি শ্রম করে বিভিন্ন দ্রব্য উৎপন্ন করত৷ নিজের ভোগের পর উৎপন্ন দ্রব্যের উদ্বৃত্ত অংশ পণ্য হিসাবে অন্য উৎপাদনকারীর পণ্যের সঙ্গে বিনিময় করত৷ অন্যভাবে বললে, নিজের উৎপন্ন দ্রব্যের উদ্বৃত্ত অংশ পণ্য হিসাবে বিক্রয় করে মুদ্রা সংগ্রহ করত এবং সেই মুদ্রা দিয়ে অন্য উৎপাদনকারীর পণ্য ক্রয় করত৷ তাই সেই ব্যবস্থায় পণ্য সঞ্চালনের ধারা ছিল– পণ্য ‘ক’  →মুদ্রা পণ্য → ‘খ’৷

কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় পন্য সঞ্চালনের ধারাটি হল : মুদ্রা→পণ্য→বাড়তি মুদ্রা৷ উৎপাদনের ক্ষেত্রে এর অর্থ দাঁড়ায়– পুঁজিপতি মুদ্রা রূপ পুঁজির বিনিময়ে বিভিন্ন পণ্য ক্রয় করে৷ সেই পণ্যগুলির সংমিশ্রণে যে পণ্য উৎপন্ন হয়, তা বিক্রয় করে পুঁজিপতি মূল–পুঁজির সমান মুদ্রা–মূল্য তো ফিরে পায়ই, উপরন্তু বাড়তি কিছু মূল্যও পায়৷ এই বাড়তি মুদ্রা–মূল্যকেই আমরা বলব উদ্বৃত্ত মূল্য৷ এই উদ্বৃত্ত মূল্যই পুঁজিপতির মুনাফার উৎস৷ আর এই মুনাফা লাভ করাই হল পুঁজিবাদী উৎপাদনের মূল প্রেরণা৷

Similar questions