Geography, asked by debnatharmita90, 4 months ago

what is the digital bharat in Bengali​

Answers

Answered by tanishkasingh1800
2

Answer:

চার বছর আগে কেন্দ্রীয় সরকারের গদি বদলের পর, ভারত জুড়ে একটাই মন্ত্র, ডিজিটাল ভারত গড়তে চান মোদী সরকার। এখন অবধি ভারতের এ বিষয়ে কতটা সিদ্ধিলাভ হয়েছে তা বলা যাচ্ছে না। তাহলে কি ২০১৯ লোকসভা ভোটের আগেই ছবিটা পুরোপুরি বদলে গিয়ে সম্পূর্ণ ডিজিটাল খেতাব পাবে দেশ? এই প্রশ্ন দানা বেঁধেছে ইতিমধ্যে।

বাণিজ্যমহল জানিয়েছে, ডিজিটালি ব্যবসা করাতে বিকাশ ঘটেছে ব্যবসায়, তবে অনেক ব্যবসায়ী এই প্রকল্পের কারণে মুখ থুবড়েও পড়েছেন। গত মঙ্গলবার IANS-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী মাসে বহুবার ডিজিটাল পরিষেবা এবং অ্যাপলিকেশনে ব্যাঘাত ঘটে থাকে। বন্ধ হয়ে যায় সমস্ত কাজকর্ম।

ডিজিটাল নেটওয়ার্কিং সমস্যার সমাধান দিয়ে থাকে Riverbed Technology কোম্পানি। তাদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মূলত নেটওয়ার্কিং সমস্যার কারণেই পিছিয়ে পড়ছেন বহু ব্যবসায়ী। এই কোম্পানির তৈরি করা ২০১৮-র একটি গ্লোবাল সমীক্ষা থেকে জানা যায়, এই মুহূর্তে প্রায় ৯০ শতাংশ ভারতীয় ব্যবসায়ী ডিজিটাল উদ্যোগকে স্বাগত জানালেও, তিন বছর আগে ছবিটা ছিল অন্যরকম।

Answered by Anonymous
8

\fbox\purple{Answer}

আদৌ কি ডিজিটাল সূর্য উদয় হবে ভারতে?

চার বছর আগে কেন্দ্রীয় সরকারের গদি বদলের পর, ভারত জুড়ে একটাই মন্ত্র, ডিজিটাল ভারত গড়তে চান মোদী সরকার। এখন অবধি ভারতের এ বিষয়ে কতটা সিদ্ধিলাভ হয়েছে তা বলা যাচ্ছে না। তাহলে কি ২০১৯ লোকসভা ভোটের আগেই ছবিটা পুরোপুরি বদলে গিয়ে সম্পূর্ণ ডিজিটাল খেতাব পাবে দেশ? এই প্রশ্ন দানা বেঁধেছে ইতিমধ্যে।

বাণিজ্যমহল জানিয়েছে, ডিজিটালি ব্যবসা করাতে বিকাশ ঘটেছে ব্যবসায়, তবে অনেক ব্যবসায়ী এই প্রকল্পের কারণে মুখ থুবড়েও পড়েছেন। গত মঙ্গলবার IANS-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী মাসে বহুবার ডিজিটাল পরিষেবা এবং অ্যাপলিকেশনে ব্যাঘাত ঘটে থাকে। বন্ধ হয়ে যায় সমস্ত কাজকর্ম।

ডিজিটাল নেটওয়ার্কিং সমস্যার সমাধান দিয়ে থাকে Riverbed Technology কোম্পানি। তাদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মূলত নেটওয়ার্কিং সমস্যার কারণেই পিছিয়ে পড়ছেন বহু ব্যবসায়ী। এই কোম্পানির তৈরি করা ২০১৮-র একটি গ্লোবাল সমীক্ষা থেকে জানা যায়, এই মুহূর্তে প্রায় ৯০ শতাংশ ভারতীয় ব্যবসায়ী ডিজিটাল উদ্যোগকে স্বাগত জানালেও, তিন বছর আগে ছবিটা ছিল অন্যরকম।

Similar questions