Science, asked by Ahonazzaman, 9 months ago

উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির দরকার কিনা তা পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে?

What will be the steps of the scientific process to test whether plants need water to survive?

पौधों को जीवित रहने के लिए पौधों को पानी की आवश्यकता है या नहीं, इसका परीक्षण करने की वैज्ञानिक प्रक्रिया के चरण क्या हैं?


class 6..... question from bangladesh student​

Answers

Answered by ItsBrainest
1

Explanation:

পরীক্ষণ: বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তার পরীক্ষার পরীক্ষার্থী করতে যা যা দরকার-

ছোট ছোট দুটি পাত্র, ফুল গাছের দুটি চারা, পানী ও শুকনো মাটি।

পরীক্ষণ পদ্ধতি:

১. সমস্যা নির্ধারণ: পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপ কি সমস্যা স্থির করা হয়। ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন?

২. জানা তথ্য সংগ্রহ: বই পড়ে, শিক্ষককে বা পিতা-মাতাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করা কেন চারা গাছ মরে যেতে পারে। জিজ্ঞাসার পর জানা যায় যে, পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে।

৩. আনুমানিক/ অনুমিত সিদ্ধান্ত গ্রহণ: জানা তথ্য থেকে অনুমিত সিদ্ধান্ত নেয়া যায় পানির অভাবে চারা গাছ মারা যায়।

৪. পরীক্ষণ এর পরিকল্পনা: একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, এই পরীক্ষার জন্য দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে।

৫. পরীক্ষণ: ছোট দুটি একই রকম পাত্র নিতে হবে বা প্লাস্টিকের টব জাতীয় হলে ভালো হয়। পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করতে হবে। তারপর শুকনো মাটি দিয়ে পাত্র দুটি ভরে দিতে হবে। এবার একই ধরনের দুটি চারা পাত্রে রোপণ করতে হবে। একটি পে পানি এবং অপরটিতে শুকনা রাখতে হবে। গাছ দুটিকে একদিন ছায়ায় রেখে পরদিন পর্যবেক্ষণ করতে হবে। দেখা যাবে, একটি গাছ প্রায় মৃত অপরটি সতেজ

Similar questions