India Languages, asked by sumu1973, 11 months ago

write a letter in bengali about the present tourexperience to murshidabad in bengali language

Answers

Answered by majnushekh2018
1

Answer:

আশা করি তুমি ভালো আছো । তুমি তো জানো আমি ভ্রমণ করতে খুবই ভালোবাসি। গত পূজার ছুটিতে আমি আমার বাবা মায়ের সাথে মুর্শিদাবাদে ঘুরতে গেছিলাম। মুর্শিদাবাদ হলো একটি ঐতিহাসিক স্থান। সেখানেই ইতিহাস পথে পথে দেখা যায়। প্রথমে আমি যখন লালগোলা এক্সপ্রেস নামক ট্রেনে যাচ্ছিলাম জানালার ধারে আমি দারুন দারুন দৃশ্য দেখতে পেয়েছিলাম। সেখানে পৌঁছে আমাদের আগে থেকে বুক করা হোটেলে আমরা উঠেছিলাম। তারপরেই সেখানকার ঘোড়ার গাড়িতে করে আমরা বিভিন্নস্থান দর্শন করতে গিয়েছিলাম। প্রথমে আমরা যাই হাজার দুয়ারি প্রাসাদে , একটি আসল ও নকল দরজা মিলে প্রায় হাজার দরজার একটি প্রাসাদ। শুনেছিলাম শত্রুদের হাত থেকে বাঁচতে এসব নকল দরজা গুলি তৈরি করা হয়েছিল শত্রুদের ছত্রভঙ্গ করানোর জন্য। তারপরে আমরা নবাব সিরাজউদ্দৌলার কবর দেখতে যাই এবং তারপরেই খোশবাগ এ যাই যেখানে নবাব আলীবর্দী খাঁর কবর আছে। প্রায় 5-6 দিন থাকার পরে আমরা বাড়িতে আসি।কিন্তু আমার এখনো সেই ভ্রমণের কথা মনে পড়ে সেই ভ্রমণটি আমার মনে গেঁথে গেছে এই ভ্রমণ আমাকে প্রাচীনকালে মুসলিম শাসনের সময় নিয়ে যায়।

ঠিক আছে আজকে আর বেশি লিখব না।যদি কখনও সময় পাও তাহলে গিয়ে মুর্শিদাবাদে ঘুরে এসো। আশা করি জায়গাটা তোমারও ভালো লাগবে। আজকে আর নয় কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও

- ইতি

___________

Similar questions