Write a long paragraph on Kabi Nazrul Islam . [ Give in Bengali if you can or you can also give in English ]
Note :- Copied or website answers will be reported at once .
Good Answers will be highly appreciated :)
Answers
Answer:
Bengali version:
1899 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ছোটবেলা থেকে অত্যন্ত দরিদ্র তার সাথেই বড় হয়েছেন এবং প্রতিটি পদক্ষেপ এক যুদ্ধরত মানসিকতার সাথে এগিয়ে গেছেন। তার মনের মধ্যে ছিলো বাঘের মতন সাহস, শিকারির মতন চালাকের এক মানসিকতা। পিতা কাজী ফকির আহমেদ বেশিদিন ছেলেকে দেখতে পারেননি দারিদ্রতার কারণে। শেষমেষ কবি নিজেই দোকানে কাজ করে, বাউল গান গেয়ে কবিতা পাঠের মাধ্যমে মানুষকে মুগ্ধ করতেন এবং সেখান থেকেই রোজগার করতেন। এইরকম ক্রমশ ভাবে কবি কাজী নজরুল ইসলাম বড় হয়ে উঠলেন। তখন পরাধীন ভারত বর্ষ, ইংরেজরা নির্মমভাবে ভারতীয়দের উপর অত্যাচার করে চলেছেন সেই দৃশ্য কিন্তু তার চোখ থেকে কখনো সরে যায়নি। তখনই তার মনের মধ্যে জাগল বিদ্রোহী কবির মানসিকতা। লেখা শুরু করলেন স্বাধীনতার প্রতি দেশের যুবসমাজকে জাগিয়ে তোলার জন্য বিভিন্ন গ্রন্থ। সেগুলির মধ্যে থেকে অন্যতম ছিল'অগ্নিবীণা','বিষের বাঁশি' প্রভৃতি। এই গ্রন্থ গুলি দেশের যুবসমাজের রক্তের মধ্যে স্বাধীনতার তৃষ্ণা জাগিয়ে তুলতো যা আজও সর্বজনগ্রাহ্য। বাঙালি তথা গোটা ভারত বর্ষ গর্বিত এই বিদ্রোহী মানসিকতার কবি তথা নজরুল ইসলাম এর জন্য। অনেক সময় তাঁকে এই কবিতা লেখার জন্য জেলেও থাকতে হয়েছে এমনকি অনেক গ্রন্থ গুলি ও ব্রিটিশ দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছিল। তাতেও কিন্তু নজরুল কবি হার মেনে নেননি। এই ভাবেই সমাজের সংস্কারের মাধ্যমে এবং স্বাধীনতা অর্জনের দ্বারা কাজী নজরুল ইসলাম হয়ে উঠলেন বিখ্যাত। এবং পরবর্তীকালে এই মহামানব 1976 খ্রিস্টাব্দে বাংলাদেশের ঢাকায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং বাংলার মানুষকে তীব্র ক্রন্দনের মধ্যে দিয়ে ছেড়ে চলে যান।
English version টা দেওয়া যাচ্ছে না অনেক চেষ্টা করেছি। তাই লেখার picture দিলাম।
Answer:
talking about intense spiritual rebellion against fascism and oppression.
Explanation:
Kazi Nazrul Islam (24 May 1899–29 August 1976) was a Bangladeshi poet, musician and revolutionary. His nickname was "Rebel Poet". He was the first to make poems talking about intense spiritual rebellion against fascism and oppression.
...
Kazi Nazrul Islam
Nationality Indian/Bangladeshi
Era 20th century philosophy
Kazi Nazrul Islam in 1920
Born 24 May 1899[1]
Churulia, Asansol, Burdwan District, Bengal, British India
(now in Paschimbanga, India)
Died 29 August 1976 (aged 77)
Dhaka, Bangladesh