English, asked by harsha7474, 1 month ago


write a story in your own words. (75 words). The story must have a moral value - Give it a suitable title.​

Answers

Answered by taranpreetkaur60
2

Answer:

আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ করলেন ২০১৮ সালের বাঘশুমারির হিসাব। সেই হিসেব বলছে বিগত চার বছরে ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশের বাঘের সংখ্যা। ২০১৪ থেকে ২০১৮ সালের তুলনায় দেশের বাঘের সংখ্যা ২২২৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৯৬৭।

চার বছর অন্তর অন্তর দেশে বাঘশুমারি হয়। এ’বছরই সবচেয়ে বেশি বেড়েছে বাঘের সংখ্যা। ২০০৬ সাল থেকে আধুনিক পদ্ধতিতে বাঘশুমারি চালু হয়েছে। প্রতি চার বছর অন্তরই দেশে বাঘের সংখ্যা বেড়েছে একটু একটু করে। ২০০৬ সালে দেশে বাঘের সংখ্যা ছিল ১৪১১, ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় ১৭০৬। ২০১৪ সালে সংখ্যা বেড়ে হল ২২২৬।

Similar questions