India Languages, asked by shaansteelfurniture, 3 months ago

Write a summary on " Sakkhar" poem in Bengali​

Answers

Answered by varunkapil198181
0

আমার মৃত্যু চেয়েছিল। আমি মরে গেলে নাকি ও বেঁচে যায়, সত্যি কি তাই?

সেই যে লােডশেডিং এর রাতে তুই ভয় পেলি ফোনের এপ্রান্তে আমি জেগে ছিলাম

নিঃস্তব্ধতার অলিগলিতে আমার আগমন; তাের পাশেই আছি- এই আশ্বাসে তাের চোখে ঘুম নামলাে। আমার মৃত্যুতে এসব স্মৃতিরা ছাই হয়ে তাের জীবনেরও লেগে থাকা কিছু অংশকে আমার সাথেই উড়িয়ে দেবে নীল আকাশে।

যখন তুই একবার হেরে গিয়ে ভেঙে পড়লি নিজেকেও শেষ করে দিতে চাইলি

তখনও তােকে আগলে রেখেছিলাম। আর এখন আমার মৃত্যুতে তাের জীবনের সব পথ মসৃণ হয়ে যাবে?! যখন কেউ ছিল না তাের পাশে আমার বুকে মুখ লুকিয়ে কাঁদতিস আর সেই আমি চলে গেলে

Similar questions