Write a very short note on Biswakarma puja in Bengali
Answers
Thanks...........
Answer:
Explanation:
বিশ্বকর্মা পুজো
শিল্পী ও নির্মাতাদের দেবতা বিশ্বকর্মা | ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্ব ব্রম্ভান্ডের নকশা তৈরি করেন। দেবতাদের রথ অস্ত্র তৈরি করেছিলেন এই বিশ্বকর্মা। হিন্দু শাস্ত্র মতে, ইনি শিল্পকলার দেবতা হিসেবে পূজিত হন।
বিশ্বকর্মা পুজো আসা মানেই তার আবহ জানান দেয় দুর্গা মা আসছেন। দুর্গা মা বরণ করে নিতে প্রস্তুতি শুরু হয় গোটা বাংলা জুড়ে। এই সব যেন প্রকৃতির নিজের সৃষ্টি।
প্রতিবছরই ভাদ্র মাসে বিশ্বকর্মা পূজা হয়ে থাকে। বছরে সেইদিন আকাশ ছুঁয়ে যায় ঘুড়ির বন্যায়। ছোট থেকে বড় প্রত্যেকেই সেইদিন ঘুড়ি ওড়ায়। ঐদিন দিন কমবেশি প্রতিটি বাড়ি মেতে ওঠে ঘুড়ির লড়াইতে। বাঙালি উৎসব প্রিয়। তারা প্রতিটি উৎসবে মেতে ওঠে | সে দুর্গাপুজো হোক বা বিশ্বকর্মা পুজো।
সাধারণত বাংলার কারখানায় বিশ্বকর্মা পুজো হয়ে থাকে, কারখানার শ্রমিকদের পাশাপাশি ইঞ্জিনিয়াররা বিশ্বকর্মা পুজো করে থাকেন। তাছাড়া বিভিন্ন গাড়ি থাকার গ্যারেজে, আসবাবপত্রের দোকান এবং যেসব জায়গাতেই মেশিন ও যন্ত্রপাতি রয়েছে সেখানে বিশ্বকর্মা পুজো হয়। তাছাড়াও আজকাল বিভিন্ন পাড়ায় বিশ্বকর্মা পুজো হয়ে থাকে।