India Languages, asked by debu60, 11 months ago

write an essay on 1000 words on Rabindranath Tagore in Bengali​

Answers

Answered by Anonymous
17

ও হে বন্ধু,

এখানে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আপনার লেখা রয়েছে:

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান ভারতীয় কবি। তিনি 1861 সালের 7 মে কলকাতার জোরাসঙ্কায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতামাতার নাম ছিল মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর (বাবা) এবং সারদা দেবী (মা)।

তিনি বিভিন্ন বিষয়ে ব্যক্তিগত শিক্ষক অধীন বাড়িতে তার শিক্ষা গ্রহণ। তিনি খুব অল্প বয়সে কবিতা লিখতে শুরু করেন। তিনি এখনও বিখ্যাত কবি হিসাবে তিনি হাজার হাজার কবিতা, ছোট গল্প, গান লিখেছেন প্রবন্ধ, নাটক, ইত্যাদি উভয়, তিনি এবং তার কাজ সারা বিশ্বে বিখ্যাত তিনি প্রথম ভারতীয় যিনি 1913 সালে "গীতাঞ্জলি" নামে তাঁর মহান লেখার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তিনি একজন দার্শনিক, একজন চিত্রশিল্পী এবং একজন মহান দেশপ্রেমিক যিনি আমাদের জাতীয় সংগীত রচনা করেছিলেন, "জন গণ মান"।

এই আপনি সাহায্য করে আশা করি.....☺☺


turanp007: Haha tnx
turanp007: sorry donnobad
Anonymous: why are you saying sorry dear....?
turanp007: nothing
Anonymous: okay.....meet you soon dear
Anonymous: ☺☺
Anonymous: have a nice day....☺
turanp007: okey☺️☺️
turanp007: u 2
Anonymous: may I follow you if u don't mind...
Answered by turanp007
16

Answer:

///////////// রবীন্দ্রনাথ ঠাকুর(1861-1941)////////////////

জন্ম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। রবীন্দ্রনাথের প্রথম পড়াশোনা চলতো বাড়িতে। প্রথম স্কুল ওরিয়েন্টাল সেমিনারি। এরপর বেঙ্গল অ্যাকাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলের গন্ডি শেষ করতে পারেননি। স্কুলের প্রথাগত শিক্ষা না হলেও বাড়িতে গৃহশিক্ষকের কাছে জ্ঞানার্জনে কোন ত্রুটি ঘটেনি।

ছাপার অক্ষরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা 'হিন্দু মেলার উপহার'। কবির বয়স যখন 13 বছর 8 মাস। 18 বছর বয়সের মধ্যে কবি বনফুল, কবিকাহিনী, ভানুসিংহের পদাবলী , শৈশব ও সংগীত এবং রুদ্রচন্ড ইত্যাদি রচনা করেন। ভুবন মোহিনী পত্রিকাতে তার প্রথম গদ্য প্রবন্ধ প্রকাশিত হয়। 1884খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ পিতার আদেশে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখতে গিয়ে প্রকৃতির সুন্দর পরিবেশে তার রচনা শুরু করেন।

1912 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ইংল্যান্ডে যান। এই সময় বিখ্যাত ইংরেজি শিল্পী রোদেনস্টাইন ইংরেজি অনুবাদ কাব্য সংকলন 'গীতাঞ্জলি' পাঠ করে মুগ্ধ হন। এই গ্রন্থের জন্যই তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন 1312 খ্রিস্টাব্দে। তিনি প্রথম নোবেল জয়ী ভারতীয়। তিনি একাধারে কবি সাহিত্যিক ,দার্শনিক ,শিক্ষাবিদ ,নাট্য প্রযোজক চিত্রকর ও স্বদেশপ্রেমিক। দুটি স্বাধীন রাষ্ট্র তথা ভারত এবং বাংলাদেশ এদের জাতীয় সংগীতের রচয়িতা তিনি। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের মধ্যে আছে মানসি ,সোনার তরী, চিত্রা ,বলাকা, পূরবী , আকাশ প্রদীপ, নবজাতক ,আরোগ্য ইত্যাদি। তাঁর উপন্যাসের মধ্যে গোরা ,যোগাযোগ, ঘরে বাহিরে, চতুরঙ্গ ,চার অধ্যায় ,শেষের কবিতা ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। তার সৃষ্টি ওমর নাটক গুলির মধ্যে ডাকঘর, মালিনী ,রক্ত কাবেরী, বিসর্জন ,রাজা ইত্যাদি উল্লেখযোগ্য।

Similar questions