Write an essay on শিক্ষক
Answers
Answered by
8
শিক্ষক
আমাদের শিক্ষানবিশী চলতেই থাকে। জীবনভর। আমরা প্রতিদিন শিখি। যাপন ও জীবনের রোজনামচা আমাদের প্রায় প্রতিদিনের অভিজ্ঞতায় কত কিছু যে শিখতে বা শিখে নিতে বাধ্য করে। আমরা ঠেকে শিখি। ঠকে শিখি। ভুল করি বিস্তর। আবারও ঠিক করে ফেলি। পরবর্তী অভিজ্ঞতালব্ধ জীবনে ছাত্রাবস্থায় শেখা অনেক ভাল জিনিস কাজে লাগে। অনেক কিছু কিন্তু আবার লাগেও না।
Answered by
12
Hola bhai
____________শিক্ষক__________
এক শিক্ষক হলেন একজন জিনি আমাদের পড়ান।
তার দেওয়া শিক্ষা আমাদের জীবনে সাহায্য করে।
মা বাবর পর তারাই শ্রেষ্ঠ গুরুজন।
নিসসর্থ মানুষ গড়ার কারিগর তারা।।
জীবনে তারা অনেক মানুষকে শিক্ষার আলো দান করেন ।
Similar questions