Art, asked by bantisengupta83, 16 days ago

write an essay on Manabjibone paribesher prabhab​

Answers

Answered by anushkasengupta786
3

Answer:

Plz refer to the above attachment. I hope this will help you. If it helps you plz say thanks and plz mark me as the brainliest

Attachments:
Answered by ImpressAgreeable4985
1

In Bengali

দৈনন্দিন জীবনে বিজ্ঞান

ভূমিকা : মানব জাতির গৌরবের শিখরে উত্তরণে যার ভূমিকা নিঃসংশয়ে ।এক বাক্যে স্বীকার করে নিতে হয় তার নাম বিজ্ঞান। বিজ্ঞান’ শব্দটির অর্থ – বিশেষ  জ্ঞান। মানুষ অন্য প্রাণীর তুলনায় অনেক উন্নত ও বুদ্ধিমান। তাই সীমাবদ্ধ জ্ঞানের বাইরে বিশেষ জ্ঞানের সাহায্যেই সে বিশ্বের সব প্রাণীদের উপর অধিকার স্থাপন করেছে। মানুষের কাছে কোন কিছুই আজ আর অসম্ভব নয়। কোন একদিনের সেই গুহাচারী মানুষ আজ নির্মাণ করছে গগনস্পর্শী অট্টালিকা। আদিম মানুষ থেকে আধুনিক জীবনে উপনীত হওয়ার একমাত্র অবলম্বন হলাে বিজ্ঞান।

বিজ্ঞানের জন্ম : সৃষ্টির ঊষালগ্নে মানুষ গভীর অরণ্যে, নদীতীরে বসবাস করতো । ভয়ঙ্কর প্রকৃতি বার বার মানুষকে হাতছানি দিয়ে ডাকত। গভীর অরণ্যে ঝড় ঝঞা-বন্দ্র বিদ্যুৎ আর প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষকে বাঁচতে হতাে নিরন্তর সংগ্রামের মধ্যে। মানুষ ছিল তখন প্রকৃতির হাতের ক্রীড়নক। সে দিন মানুষকে রক্ষা করতে আসেননি স্বর্গবাসী কোন দেবতা। কিন্তু মানুষ যেদিন নিজ বুদ্ধি বলে পাথর ঘষে অস্ত্র নির্মাণ করে পশুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করল, তারপর ভয়ঙ্কর প্রকৃতিকে বশে এনে আত্মরক্ষার চিন্তা করল, সে দিন জন্ম হল বিজ্ঞানের।সে বিজ্ঞান-বুদ্ধির উপর নির্ভর করে মানুষ শিখেছে আগুনের ব্যবহার, শিখেছে কৃষিকর্ম, বয়ন কর্ম আর রাস্তা নির্মাণ। ওই বিজ্ঞানের বলেই নিসর্গ প্রকৃতি তথা জলে-স্থলে-আকাশ উড়াল বিজয় পতাকা। কবির ভাষায়

“পাখিরে দিয়েছ গান,

গায় সেই গান

তার বেশী করে না সে দান,

আমারে দিয়েছ সুর।

আমি তার বেশি করে দান।

In English

Science in everyday life

Introduction : The role of the human race in reaching the pinnacle of glory is undoubtedly. One has to admit in one sentence that its name is science. The word science means special knowledge. Humans are much more advanced and intelligent than other creatures. Therefore, with the help of special knowledge beyond the limited knowledge, he has established rights over all the animals of the world. Nothing is impossible for people today. Today, those cave-dwelling people are building skyscrapers today. Science is the only way to get from primitive man to modern life.

Birth of Science : At the dawn of creation, people lived in deep forests, on the banks of rivers. Terrible nature repeatedly called people by hand. In the deep forest, in the midst of the constant struggle to survive in the midst of storms, lightning and natural disasters. Man was then a plaything in the hands of nature. On that day no god of heaven came to save man. But the day when man defended himself from the attack of animals by building weapons by rubbing stones with his own intellect, then he thought of defending himself by subduing the terrifying nature, that day science was born. And road construction. Because of that science, the flag of victory flew over the cosmos, nature, water, land and sky. In the language of the poet

Similar questions