History, asked by hardik8061, 1 month ago

Write few lines on tree in Bengali

Answers

Answered by alkamishrarbl1985
2

Answer:

1. গাছ আমাদের প্রকৃতির একটি অমূল্য সম্পদ।

2. গাছ আমাদের অনেক উপকার করে।

3. গাছ আমদেরকে ফল, ফুল ও ছায়া দান করে।

4. গাছের জন্যই আমরা অক্সিজেন পেয়ে থাকি যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে।

5. গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখে।

6. আমাদের ব্যবহারিক আসবাবপত্র গাছ থেকে তৈরি হয়।

7. গাছপালা মাটির উর্বরতা বাড়ায়, মাটির ক্ষয় রোধ করে।

8. গাছ থেকে অনেক ওষুধ তৈরি হয়, যা আমাদের প্রান রক্ষা করে।

9. গাছ প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে।

10. আমাদের সবাইকে গাছের প্রতি যত্ন নেয়া উচিত।

Answered by ItzClaire
1

▪︎গাছ আমদের প্রকৃতির একটি আমূল সম্পদ।

▪︎গাছ আমদের অনেক উপকার করে।

▪︎গাছ আমদের ফল, ফুল ও ছায়া দান করে।

▪︎গাছ থেকে অনেক ঔষধ তৈরি হয়ে, জা আমদের প্রাণ রক্ষা করে।

▪︎গাছ প্রকৃতির সন্দর‌্য বৃধ করে।

Hope it helps!

Similar questions