India Languages, asked by dgpchaitali81, 3 days ago

Write Something about Winter season in bengali​

Answers

Answered by arunavaray
2

Answer:

শীতকাল

পৌষ ও মাঘ এই দু মাস শীতকাল I এই সময় রোদ খুব আরামদায়ক হয়ে ওঠে I আমাদের দেশে যেহেতু গরমের ভাব বেশি, তাই শীতকাল অনেকের কাছেই খুব প্রিয় ৷ ভোরে কুয়াশা ও রাতে শিশির পড়ে I দিন ছোটো ও রাত বড়ো হয় I চাষিরা মাঠ থেকে নতুন ধান কেটে আনে I শীত হল ফুলের ঋতু I কত রকমের যে ফুল ফোটে, তার ইয়ত্তা নেই I নানা ধরনের শাকসবজিও পাওয়া যায় I মানুষ চড়ুইভাতি করে I বিভিন্ন জায়গায় বেড়াতে যায় I শীতল বাতাস মাঝে মাঝে গায়ে কাঁপুনি ধরায় I ঠান্ডা লেগে সর্দি, কাশি, জ্বর ইত্যাদি নানা রোগও এই সময় হয়৷

Answered by affanmuhammed030
1

Answer:

শীতকাল বছরের সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে ঠাণ্ডা seasonতু। এই মৌসুমটি সাধারণত অক্টোবর মাসে শুরু হয় এবং ফেব্রুয়ারি পর্যন্ত এবং কখনও কখনও মার্চ পর্যন্ত চলতে থাকে। Theতু পৃথিবীকে নিস্তেজ করে দেয় এবং সমস্ত গাছ পাতা ছায়া শুরু করে।

Similar questions