World Languages, asked by SHZ123, 22 days ago

Write the story of সেইদিন চৈত্রমাস by Humayun Ahmed​

Answers

Answered by creationart20
1

অন্যসব বইয়ের মত না হলেও ততটা খারাপও লাগেনি। শফিকের বাবা-মা দুজনেই আনন্দ দিয়েছেন। শফিকের মেয়ে নিশো মাঝরাতে উঠে বাবা-মা কে বিব্রত করে, এটাও মজার বিষয়। এসবের মধ্যেও কিছুটা সাসপেন্স আছে, বারবার মনে হতে থাকবে তারপর কি হবে, তারপর কি হবে? সবমিলিয়ে ভালই বলা চলে।

শফিকুল ইসলাম মবিনুর রহমান নামের নতুন পিএ হিসেবে জয়েন করেন।ভদ্রলোক সারাদিন বাসায়ই থাকেন,তেমন কিছুই করেন না।ব্যবসার সব দেখাশোনা করে তার ক্যাশিয়ার।তিনি থাকেন দোতলায়,নীচতল চাকর-বাকরদের জন্য।তো তাকে কিছুদিনের মধ্যেই মোবাইল আর সার্বক্ষণিক গাড়ি দেয়া হয়।এতো কিছু পেয়েও সে কেন জানি মবিনুর সাহেবকে পছন্দ করে না।

উনার একটা বিয়ে হয়েছিলো শুধু ৭ ঘন্টার জন্য এবং তা ভেঙ্গেও যায়।পরে ঐ মেয়েটির আরেক জায়গায় বিয়ে হয়।মবিনুর রহমান এখনও তার খোজখবর রাখেন।ফল-টল পাঠান।আর এই দায়িত্বটা এখন শফিকুল ইসলামকে দেওয়া হয়।তার কাজ এখন এটাই আর ধীরে ধীরে তার বাবাও একাজে জড়িয়ে যায়।এভাবেই এগোতে থাকে কাহিনী।

Similar questions