Geography, asked by JamirulAli, 8 months ago

প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. কোনাে তড়িৎক্ষেত্রের একবিন্দুতে বিভব x ভােল্টটি বলতে কী বােঝায় ?
২. কোনাে পরিবাহীর মধ্যে দিয়ে 16 অ্যাশিয়ার তড়িৎপ্রবাহ গেলে প্রতি সেকে
সংখ্যা নির্ণয় করাে। (ইলেক্ট্রনের আধান 1.6x10-19 কুলম্ব ধরে নাও)।
১. কোনাে তড়িৎকোশের তড়িচ্চালক বল (EMF) 1.5V বলতে কী বােঝায়
ওহমের সূত্রটির গাণিতিক রূপ লেখাে এবং লেখচিত্র অঙ্কন করাে।​

Answers

Answered by Anonymous
2

Answer:

আপনার উত্তর এখানে

Explanation:

ইলেকট্রন একটি অধঃ-পরমাণু (subatomic) মৌলিক কণা (elementary particle) যা একটি ঋণাত্মক তড়িৎ আধান বহন করে। ইলেকট্রন একটি স্পিন -১/২ অর্থাৎ ফার্মিয়ন) এবং লেপ্টন শ্রেনীভুক্ত। এটি প্রধানত তড়িৎ-চুম্বকীয় মিথষ্ক্রিয়ায় অংশগ্রহণ করে। পারমাণবিক কেন্দ্রের (নিউক্লিয়াসের) সঙ্গে একত্র হয়ে ইলেকট্রন পরমাণু তৈরি করে এবং এর রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। মূলত ইলেকট্রন চলাচলের দরুন কঠিন পরিবাহীতে বিদ্যুতের প্রবাহ ঘটে। ইলেকট্রনের স্পিন ও ইলেকট্রন প্রবাহের বর্তুলতা (চক্রাকার প্রবাহ) বা ত্বরণের জন্য চৌম্বকত্ব তৈরি হয়।

Similar questions