মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণি বাংলা ৩x৫=১৫ ১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১.১ কোথাও বা চাষির ঘরের বউরা করে ক্ষেত্রব্রত। ‘ক্ষেত্ৰব্ৰত’ কীভাবে পালিত হয় মরশুমের দিনে’ গদ্যাংশ অনুসরণে লেখাে।
Answers
Answered by
3
৫. বরফের দেশের পাইনগাছ মরুভূমির পামগাছের স্বপ্ন দেখেছে কেন?
উত্তরঃ
পাইন গাছ যেখানে থাকে, তার সেখানে ভালো লাগে না, তার ভালোলাগে দূরের কিছুকে। আর এখানে বরফের অতিরিক্ত ঠাণ্ডা পাইনগাছের কষ্ট ও যন্ত্রণার কারণ। তার কাছে গরম দেশ বা জায়গায় স্বপ্ন দেখার বিষয়, অর্থাৎ ঠান্ডার থেকে তার কাছে গরম জায়গায় প্রত্যাশিত। সেই জন্যই বরফের দেশের পাইনগাছ মরুভূমির দেশের পামগাছের স্বপ্ন দেখে।
Similar questions