Geography, asked by goutampramanik2080, 1 day ago

১x৩= । শুন্যস্থান পূরণ করােঃ- উত্তর-পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলাে কোনাে একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মান রেখার সাহায্যে যুক্ত করা হয়। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যত মরুভূমি। বাক্যটি সত্য হলে ‘ঠিক’এবংঅসত্য হলে ‘ভুল’লেখােঃ- Sx রাত্রিবেলাস্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ুপ্রবাহিত হয়। আপেক্ষিক আদ্রর্তার সাথেউষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। জুলাই-আগস্টমাসেআর্জেন্টিনায় গ্রীষ্মকালবিরাজ করে। একটিবাদটিশব্দেউত্তর দাওঃ- রিখটার স্কেলের সাহায্যেকীপরিমাপকরাহয় ? গ্রানাইটশিলা গঠনকারীএকটিখনিজের নাম লেখাে। ১১​

Answers

Answered by krsusantamanna
4

Answer:

শূন্যস্থান পূরণ

1. উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হল লু।

2. কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে সমবর্ষণ রেখার সাহায্যে যুক্ত করা হয়।

3. দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম মরুভূমি হল আটাকামা।

সত্য-মিথ্যা

1. রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয় -- মিথ্যা

2. আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক -- সত্য

3. জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্ৰীষ্মকাল বিরাজ করে -- মিথ্যা

এককথায় উত্তর

1. রিখটার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাণ করা হয়।

2. গ্ৰানাইট শিলা গঠনকারী একটি খনিজ হল মাইকা,‌কোয়ার্টজ প্রভৃতি।

Similar questions