৩.৫ কলেরা একটি জল বাহিত রোগ।
৪, বাম পক্ষের সাথে ডান ক্ষমিলিয়ে লেখো
৪.১ হিমােফিলিয়া
৪,২ ক্যান্সার
১x৪=৪
৪.৩, y y * y y
ক, আরবারি অরণ্য
খ. দ্বিসঙ্কর জনন
গ. এক্স-রশ্মি
ঘ, একসংকর জনন
উ. X-ক্রোমােজোমে
8.8 JFM
৫. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও |
৫.১ বিসদৃশটি বেছে লেখে- ফ্লাই অ্যাশ ,এরােজল , গ্রীনহাউস গ্যাস,অ্যাসিড বৃষ্টি
৫.২ নিচের ৪টি বিষয় এর মধ্যে তিনটি একটি বিষয় এর অন্তর্গত, সেটি কোনটি ?
ইন সিটু সংরক্ষণ, অভয়ারণ্য ,জাতীয় উদ্যান ,বায়ােস্ফিয়ার রিজার্ভ
৫.৩, প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টি পূরণ করাে। একসংকরজনন: ৩:১:: দ্বি সংকর জনন:
9:3;
৫.৪ PBR এর পুরো কথাটি কি? | 26,
৫.৫ অসম্পূর্ণ প্রকটতর ক্ষেত্রে ফেনােটাইপ ও জেনােটাইপের অনুপাত কত? ঐ 5.'T 2' |
৬. প্রাণী কোর্সের মাইটোসিস কোশবিভাজনের ANAPHASE STAGE এর পরিছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত
ক, মেরু অঞ্চল
গ. সেন্ট্রোমিয়ার
সর্দোষাটিড
খ, বেণত
Answers
Answer:
কলেরা
একটি সংক্রামক রোগ যা পাশ্চাত্যে এশীয় কলেরা নামেই বেশি পরিচিত।
ভাষা
PDF ডাউনলোড করুন
নজরে রাখুন
সম্পাদনা
কলেরা ভিব্রিও কলেরা (Vibrio cholerae) নামক ব্যাকটেরিয়া ঘটিত ক্ষুদ্রান্ত্রের একটি সংক্রামক রোগ। [১] [২] এ ব্যাধি উপসর্গবিহীন অথবা মৃদু অথবা মারাত্মক হতে পারে। [২] কলেরার প্রধান উপসর্গ হল ঘনঘন চাল ধোয়া পানির মত পাতলা পায়খানা। এছাড়াও থাকতে পারে পেটব্যথা, জলাভাবে শারীরিক দুর্বলতা এবং চিকিৎসাবিহীন অবস্থায় থাকলে শেষপর্যন্ত পানিশূন্যতার কারণে মৃত্যু ঘটতে পারে।
কলেরা
বিশেষত্ব
সংক্রামক রোগ, জরুরী চিকিৎসাবিজ্ঞান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
কলেরা Vibrio cholerae-র কয়েকটি সেরোটাইপ দিয়ে হতে পারে। এদের মধ্যে কিছু সেরোটাইপ অন্যগুলোর চেয়ে বেশি মারাত্মক রোগ ঘটাতে পারে।[৩] শুধু ও১ (O1) এবং ও১৩৯ (O139) সেরোগ্রুপ কলেরা মহামারী ও অতিমারী ঘটায়। মানব শরীরে সংক্রমণের প্রধান বাহক দূষিত পানি অথবা দূষিত খাদ্য।
রোগের কারণসমূহ
উপসর্গ-লক্ষণ
রোগ প্রক্রিয়া
আক্রমণ সম্ভাবনা
কলেরা টীকা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Aureum doxadius দ্বারা ৩ মাস আগে সর্বশেষ সম্পাদিত
সম্পর্কিত পাতা
উদরাময়
তরল মলত্যাগ হওয়ার রোগ
পিপিআর ভাইরাস
ভাইরাসের প্রজাতি
শম্ভুনাথ দে
ভারতীয় বিজ্ঞানী ও চিকিৎসক