Environmental Sciences, asked by adak4178, 3 months ago

(xx) যে মাটিতে প্রচুর পরিমাণে মৃত বা পচা গলা জৈব অবশেষ থাকে তাকে বলে ।
(a) লাল মাটি (b) হিউমাস (c) কাকড় মাটি (d) ল্যাটেরাইট মাটি।
(xi) কিছু প্রজাতির নীলাভ সবুজ শ্যাওলা ও Azolla ব্যবহৃত হয় -
(a) সজীব বিয়ােজক হিসাবে (b) জৈব সার হিসাবে (c) সজীব সার হিসাবে (d)
কোনােটাই নয়।
(xxii) সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘস্থায়ী কুপ্রভাব যুক্ত কীটনাশকটি হল
(a) ডি.ডি.টি (b) জিমক্রম (c) কার্বামেট (d) কোনটাই নয়।
(xxiii) মাটিতে শিম্বগােত্রীয় উদ্ভিদগুলির বৃদ্ধির সাথে সাথে তাদের মূলরােম থেকে নিঃসৃত
হয় -
(a) ফেরােমােন (b) বায়ােটিন (c) ক্রিয়েটিন (d) ট্যানিন।
(xxiv) নিকোটিন পাওয়া যায় –
(a) তামাক গাছ থেকে (b) কফি গাছ থেকে (c) শিম্বগােত্ৰীয় গাছ থেকে (d)
ইউক্যালিপটাস গাছ থেকে।​

Answers

Answered by pinkydevibth
1

এত প্রশ্ন একসাথে করে কে?

একে একে জিজ্ঞাসা করুন

Similar questions