Physics, asked by nintus006k, 6 hours ago

তরলের প্রকৃত প্রসারনের গুনাঙক (Yr), আপাত প্রসারন গুনাঙক (Ya) , Yr এর সঙ্গে Ya এর সম্পর্ক কি​

Answers

Answered by Anonymous
0

Answer:

তরলের প্রসারণ:

আপাত প্রসারণ: পাত্রের প্রসারণ কে অগ্রাহ্য রেখে তরলের প্রসারণ এর বিবেচনা করলে তাকেই তরলের আপাত প্রসারণ বলে।

♦প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোন একটি তরলের প্রতি একক আয়তনে যতটা পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয় তাকেই আপাত প্রসারণ গুণাঙ্ক বলে।

প্রকৃত প্রসারণ: তরলের আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণ যোগ করলে যে প্রসারণ পাওয়া যায় তাকেই প্রকৃত প্রসারণ বলে। প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরলের প্রতি একক আয়তনে যতটা পরিমাণ প্রকৃত আয়তন বৃদ্ধি পায় তাকেই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে।

তরলের প্রকৃত প্রসারণ=তরলের আপাত প্রসারণ+পাত্রের প্রসারণ

Y(r)=Y(a)+Y(g)

Similar questions