India Languages, asked by mpiyali565, 11 months ago

সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কতদিন​

Answers

Answered by TheRainbowQueen
2

Answer:

সপ্তাহে একদিন………………………

Answered by Anonymous
3

সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান একদিন।

উপরোক্ত উত্তরটিকে ভালভাবে বোঝার জন্য আমাদের সম্পর্কিত গল্প সম্পর্কে আরও তথ্য জানতে হবে।

গল্প ও লেখক :

  • উক্ত প্রশ্নটি লেখক সুবোধ ঘোষ রচিত বহুরুপী নামক গল্প থেকে নেওয়া হয়েছে।

উত্তরের পূর্ণাঙ্গ ব্যাখ্যা :

  • বহুরুপী গল্পের প্রধান নায়ক হরিদা নিজেই আসলে বহুরুপী। হরিদা নিজের বিভিন্ন ছদ্মবেশ ধরা সুকৌশলের জন্য তাক লাগিয়ে দিতে সক্ষম ছিলেন।
  • এই হরিদা অর্থাৎ আলোচ্য গল্পের মূল নায়ক, সপ্তাহে কেবল একটিমাত্র দিনের জন্যই বহুরুপী সেজে বাইরে বের হতেন।

অতএব, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে সপ্তাহে হরিদা বহুরূপী সেজে মাত্র একদিন বাইরে বার হতেন।

Similar questions