শুভ লক্ষী পুজো আশা করি সবাই যেন ভালো থাকে ।
আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বুদ্ধির কিছু প্রশ্ন কি মগজ ধোলাই এর ধাঁধা জানো জানলে আমাকে একটু answer এর সাথে কটা ধাঁধা জানিয়ে দিও।
Answers
Answered by
19
Explanation:
আমি বললাম তুমি কি জানো । এই যে আমার দেশকে ভালবাসি এই কথাটা একটু সুযোগ হলেই সবাইকে জানিয়ে দিতে চাই যে আমার দেশকে ভালবাসি
Answered by
0
Answer:
আজ 16 সেপ্টেম্বর সামনে পুজো আসছে তাই তোমায় পূজার শুভেচ্ছা জানাই।
1. ঢেউ আছে জল নেই । ( ঘরছাওয়ার টিন)
2. কখন 11 এর সঙ্গে 2 যোগ করলে 1 হয়? ( ঘড়িতে)
3. বাগান থেকে বেরোলো টিয়ে রাঙা টোপর মাথায় দিয়ে । ( কলার মোচা)
4. সকাল বেলা ,দুপুর বেলা, রাত্রি বেলা সব বেলাতেই দাড়ি কাটা যায় কিন্তু কোন বেলায় দাড়ি কাটা যায় না? (ছোট বেলায়)
5. তোমার কাছে 12 টি কয়েন আছে তাদের মধ্যে একটির ওজন অন্যগুলোর থেকে কম বা বেশি ।তোমাকে শুধু একটা গয়না মাপার দাড়িপাল্লা দেওয়া হলো । তুমি তিনবার মেপে সেই আলাদা কয়েন টা বের করো। ( এটার উত্তর এখানে বলা যাচ্ছে না কারণ এটা হাতে কলমে না করলে বোঝা যাবে না)
Similar questions