একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলা হয়
Answers
Answered by
12
• একশেষ দ্বন্দ্ব সমাস:- সমস্যমান পদগুলি সমাসবদ্ধ হয়ে বহুবচনান্ত একটি পদে পরিণত হয় |
উদাহরণ--
ক) আমি, তুমি ও সে = আমরা (বহুবচন )
খ) তুমি ও সে = তোমরা ( বহুবচন ) |
Answered by
14
Answer:
যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির একটি বহুবচনান্ত পদ সমাসবদ্ধ পদ রূপে গঠিত হয় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে।
যেমন :- তুমি ও সে =তোমরা
Similar questions